বর্তমানে ইমেইল খুবই জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম।আগের দিনে যেখানে চিঠির মাধ্যমে যোগাযোগ করা হট সেখানে বর্তমানে ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যাবহার করে যোগাযোগ করা হয়।বলতে পারেন আগের দিনের চিঠির আধুনিক রূপ হচ্ছে ইমেইল।এই মুহূর্তে আপনি হয়তবা আপনার স্মার্ট ফোনের মাধ্যমে আমার এই লেখা পড়ছেন।আচ্ছা একটি ফ্ল্যাশব্যাকে যেয়ে মনে করে দেখেনত যেদিন প্রথম আপনার এই স্মার্টফোন কিনেছিলেন সেদিন আপনার একটি মেইল (জিমেইল/গুগল মেইল) প্রয়োজন হয়েছিলো কিনা এই স্মার্টফোনটি ব্যাবহার উপযোগী করার জন্য।এই রকম ছোট অথবা বড় অনেক রকমের কাজেই আমাদের এখন একটি ইমেইল অ্যাকাউন্ট ব্যাবহার করার প্রয়োজন পরে।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো ইমেইল কি এবং কিভাবে একটি ইমেইল সার্ভার কাজ করে।অর্থাৎ,কোন পক্রিয়ায় আমরা যখন কাউকে মেইল পাঠায় অথবা অন্য কেউ আমাদেরকে মেইল সেন্ট করে সেটা কিভাবে আমাদের মেইল অ্যাকাউন্টে পৌঁছে।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে ইমেইল সম্পর্কে আজকের লেখার শিরোনামে থাকা বিষয় দুইটি জানার চেষ্টা করা যাক।
ইমেইল কি?
ইমেইল কথাটির পূর্ণ রূপ হল ইলেকট্রনিক মেইল বা, ইলেকট্রনিক চিঠি।অর্থাৎ, যে চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠানো যায় অথবা পড়া যায় তাঁকে সংক্ষেপে ইমেইল বলা হয়।আমাদের মধ্য যারা ইমেইল ব্যাবহার করি তাদের সকলের জন্য একটি করে আলদা আলাদা মেইল বক্স থাকে এবং যখন কেউ আমাদেরকে মেইল পাঠায় অথবা আমরা কাউকে মেইল পাঠাই তখন সেই মেইল তার মেইল বক্সে যেয়ে জমা হয়ে থাকে।পরবর্তীতে সেই মেইল বক্সের ব্যাবহারকারী যেকোনো সময় তার মেইল বক্স থেকে আমাদের পাঠানো মেইলটি পড়ে নিতে পারে।
আপনি যদি ইমেইল ব্যাবহার করতে চান তাহলে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ,কম্পিউটার অথবা স্মার্টফোন থাকতে হবে।সব চাইতে মজার ব্যাপার হল ইমেইল পাঠানো এবং পড়ার জন্য আপনাকে কোন প্রকার চার্জ প্রদান করতে হয়না।
এছারাো আপনি যেকোনো সময়ে কাউকে মেইল পাঠাতে পারেন আবার চাইলে যেকোনো সময় আপনাকে পাঠানো মেইল গুলো পড়তে পারেন।
বর্তমানে সবার কাছে পরিচিত এবং জনপ্রিয় কিছু ইমেইল সেবাদাতা হল-
- জিমেইল
- ইয়াহু মেইল
- আউটলুক এবং
- হটমেইল
আরও পড়ুনঃ আসুন জেনে নিই সেরা ০৫ টি ফ্রি টেম্পোরারি ইমেইল সার্ভিস সম্পর্কে
কিভাবে একটি ইমেইল সার্ভার কাজ করে?
আজকের আর্টিকেলের আলোচনার এই পর্যায়ে আমরা জানবো কিভাবে একটি ইমেইল সার্ভার কাজ করে।আমি আমার আগের একটি আর্টিকেলে লিখেছিলাম ওয়েব সার্ভার কি এবং কিভাবে একটি ওয়েব সার্ভার কাজ করে এবং সেই আর্টিকেলে কত ধরনের সার্ভার আছে সেটা নিয়ে কথা বলতে যেয়ে ইমেইল সার্ভার সম্পর্কে আলোচনা করেছিলাম।একটি ইমেইল সার্ভার কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের জানতে হবে ইমেইল সার্ভার কি?
ইমেইল সার্ভার কি?
যে সার্ভার গুলো ইমেইল আদান-প্রদান এবং ইমেইল সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করে সেই সার্ভার গুলোকে ইমেইল সার্ভার বলা হয়ে থাকে।এই সার্ভার গুলোতে সার্ভারের মালিকদের বিশেষ কোন কন্টেন্ট আপলোড করতে হয়না।একবার পরিচিত পেয়ে গেলে শুধু সার্ভার দেখাশোনা করলেই চলে।
ইমেইল সার্ভার কিভাবে কাজ করে?
একটি মেইল সার্ভার মূলত আমাদের পরিচিত পোস্ট অফিসের মতই কাজ করে।আমরা যখন কাউকে চিঠি পাঠাতে চাই তখন অবশ্যই আমাদের সেই চিঠিটি পোস্ট অফিসের বাহিরে যে পোস্ট বক্স থাকে সেখানে দিয়ে আসতে হয়।এরপরে পোস্ট অফিসের লোকজন সেই চিঠি হতে পাওয়ার পর দেখে চিঠিটি কোন ঠিকানায় যাবে।এখানে ঠিকানার ক্ষেত্রে দেশের নাম,দেশের এরিয়া ইত্যাদি চেক করা হয়ে থাকে।ধরুন আপনি যে চিঠি পাঠিয়েছেন সেটা আমেরিকার নিউইয়র্ক শহরে যাবে এবং নিউইয়র্ক শহরের আপনার বন্ধু যে বাসায় থাকে সেই বাসার এড্রেস দেওয়া আছে।এখন আমদের দেশের পোস্ট অফিসের দায়িত্ব হল আপনার চিঠি আমেরিকায় নিউইয়র্ক শহরে পৌঁছানো এবং আমেরিকার নিউইয়র্ক শহরে আমারিকার যে পোস্ট অফিস আছে তাদের দায়িত্ব হল আপনার বন্ধুর বাসায় পৌঁছে দেওয়া।
এবার আসুন দেখে নিই ইমেইল সার্ভার কিভাবে কাজ করে এবং সাথে এটাও দেখি যে এই পক্রিয়া উপরের পোস্ট অফিসের কার্যক্রমের সাথে মিলে কিনা।
আপনি যখন কোন মেইল পাঠাবেন বলে সিদ্ধান্ত নেন তখন আপনাকে আপনার মেইলে (জিমেইল,ইয়াহু মেইল,আউটলুক এবং
হটমেইল ইত্যাদি) লগিন করতে হয়।লগিন করার পরে আপনাকে মেইলটি লিখতে হয় (চিঠি লেখার মত) এরপরে আপনি যে মেইলে মেইলটি পাঠাতে চান সেই মেইলের এড্রেসটি ([email protected]) লিখতে হয়।এখানে username এর মানে হল আপনি যাকে মেইলটি পাঠাতে চান তাঁকে চিহ্নিত করার একটা উপায়।কারন এটা সব সময় ইউনিক হয়ে থাকে এবং একই মেইল সার্ভিস প্রোভাইডারের আওতায় একই নামে দুইজন ইউজার তৈরি করা যায় না।আর yourmailprovider.com এই অংশ দ্বারা বুঝানো হচ্ছে আপনার বন্ধুর মেইলটি কোন ইমেইল সার্ভিস দাতার আওতায় আছে।
আপনি যে মেইলটি পাঠাতে চান সেটা পাঠানোর জন্য রেডি ওরে যখন মেইলটি আপনার বন্ধুর ইমেইল ঠিকানায় সেন্ট করে দেন তখন সেটি একটি মেইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে আউট গোয়িং সার্ভারে চলে যায় এবং সেখানে যাচায় করা হয় যে আপনি মেইলটি কোন লকেশনে পাঠাতে চাচ্ছেন।এখানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকলের ডোমেইন নাম জানার প্রয়োজন হয়।কিন্তু মেইল সার্ভারের এই মেইল ট্রান্সফার প্রোটোকল কিন্তু ডোমেইন নাম কি সেটা বুঝে না ফলে তাঁকে ডিএনএস অর্থাৎ ডোমেইন নাম সিস্টেমের সাথে কানেক্ট হতে হয় ডোমেইনটি যে আইপি এর সাথে যুক্ত আছে সেটার সাথে কানেক্ট হবার জন্য।
অর্থাৎ, ব্যাপারটা এইরকম মেইল ট্রান্সফার প্রোটোকল ডিএনএস (ডোমেইন নাম সিস্টেম) কে বলল আমি এই ডোমেইনের সাথে কানেক্ট হতে চাই তুমি আমাকে এই ডোমেইনের আইপি খুঁজে দাও।তখন ডোমেইন নাম সিস্টেম সেই ডোমেইনের আইপি মেইল ট্রান্সফার প্রোটোকলকে খুঁজে বের করে দেয় এবং যেহেতু সে জেনে গেছে মেইলটি কোন আইপিতে (ডোমেইনে) সেন্ট করতে হবে তখন সে উক্ত ডোমেইনে মেইলটি সেন্ট করে দেয় এবং সেই মেইল সার্ভিস প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট ব্যাবহারকারীর মেইলবক্সে মেইলটি পাঠিয়ে দেয়।এবং এই পুরো পক্রিয়াটি শেষ হতে মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট সময়ের প্রয়োজন হয়।
আমার শেষ কথা
ইমেইল যেহেতু বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং আমরা সবাই ইমেইল সেবা নিয়মিত ব্যাবহার করে থাকি সেহেতু আমাদের মনের মধ্য সব সময় ঘুরতে থাকে যে আমরা যে মেইল ব্যাবহার করি সেটা কিভাবে কাজ করে?আমি আশা করি আপনার মনের মধ্য ঘুরে বেড়ানো এই প্রশ্নটির বিস্তারিত উত্তর আমার এই আর্টিকেলে আমি দিতে পেরেছি।এরপরেও যদি এই আর্টিকেলের কোথাও আপনার বুঝতে কিঞ্চিৎ পরিমাণ অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি অবশ্যই আপনার কনফিউশন দূর করার চেষ্টা করব।