আমি আপনাদের সাথে পূর্বের কয়েকটি আর্টিকেলে সার্ভার সম্পর্কে আলোচনা করেছি এবং কিছু কিছু আর্টিকেলে আলোচনা করতে যেয়ে কম্পিউটার নেটওয়ার্কের কথা বলেছি।তবে সেখানে আমি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত কিছু বলিনি।আজকে হঠাৎ করেই আমার বন্ধু শরিফের সাথে নেটওয়ার্ক নিয়ে কথা বলতে যেয়ে কম্পিউটার নেটওয়ার্ক বিষয়ে বেশ ভালো একটা আলোচনা হয়ে গেল।আর একই কারনেই মনে হল আপনাদের সাথেও এই ব্যাপারটা শেয়ার করা যাক।
যেহেতু আমরা এখন বেশীরভাগ পোস্টে সার্ভার সম্পর্কিত আলোচনা করে চলেছি সেই কারনে আমাদের যদি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানা থাকে তাহলে আমাদের সার্ভার সম্পর্কিত বিষয় গুলো বুঝতে সুবিধা হবে।
আমি আপনাদের সাথে আজকের এই আর্টিকেলে কম্পিউটার নেটওয়ার্ক কি এবং কিভাবে এই নেটওয়ার্ক কাজ করে এবং কম্পিউটার নেটওয়ার্কের প্রতিটা প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক।
কম্পিউটার নেটওয়ার্ক কি?
যখন একাধিক কম্পিউটার একে অপরের সাথে কানেক্ট হয়ে নিজেদের মধ্য তথ্য আদান প্রদান করে তখন সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।আবার আমরা ভিন্নভাবেও বলতে পারি যে যখন দুইটি বা তার চাইতে বেশী কম্পিউটার যে মাধ্যমে ব্যাবহার করে একে অপরের সাথে তথ্য দেয়া নেয়া করে সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়।
কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে?
কম্পিউটার নেটওয়ার্ককে তার,অপটিক্যাল ফাইবার অথবা রেডিও ওয়েভ ব্যবহার করে কম্পিউটার,রাউটার এবং নোড গুলোকে সংযুক্ত করে নেওয়া হয়। এই তার,অপটিক্যাল ফাইবার অথবা রেডিও ওয়েভ এর সংযোগ গুলো এই নেটওয়ার্কে থাকে কম্পিউটার গুলোর মধ্য তথ্য শেয়ার করার জন্য অনুমতি প্রদান করতে দেয়।
যখন কোন কম্পিউটার নেটওয়ার্কে কোন ডিভাইস সংযুক্ত করা থাকে তখন সেই ডিভাইস গুলোর প্রতিটাতে আইপি এড্রেস যুক্ত করা থাকে।এই আইপি এড্রেস প্রতিটা ডিভাইস কে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করার সুবিধা প্রদান করে থাকে।এবং এই আইপি ঠিকানা ব্যবহার করে নেটওয়ার্কে থাকা রাউটার গুলো এক ডিভাইস কে আরেক ডিভাইসের সাথে যুক্ত করে দেয় এবং নেটওয়ার্কে যে যুক্ত হয়েছে সেই ব্যাপারটি নিশ্চিত করে থাকে। সূত্রঃ আইবিএম
কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি?
উপরের দুইটি প্যারাতে আমরা জানলাম কম্পিউটার নেটওয়ার্ক কি এবং কিভাবে একটি কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে থাকে।এখন আমরা জানব কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি এবং সব রকম কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনার মাধ্যমে জানব।
কাজের ধরনের উপরে নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়।চার রকমের কম্পিউটার নেটওয়ার্ক গুলো হল-
- পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN)
- লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
- মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
- ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
আমরা চার রকমের কম্পিউটার নেটওয়ার্কের নাম গুলো জানতে পেরেছি এখন আমরা এখানে এই চার ধরনের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করব।তাহলে চলুন চার ধরনের নেটওয়ার্ক সম্পর্কে জেনে নেওয়া যাক।
(১) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN)
আমরা যখন আমাদের ব্যাক্তিগত প্রয়োজনে ব্যবহার করার জন্য কোন নেটওয়ার্ক তৈরি করব তখন সেটাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) বলা হবে।এই ধরনের নেটওয়ার্ক মূলত দুইটি কম্পিউটারের মাঝে তৈরি করা হয়ে থাকে।আবার আমাদের হাতে থাকা স্মার্টফোনের ব্লু-টুথ নেটওয়ার্ক ব্যাবহার করেও তৈরি করা সম্ভব।পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর মাধ্যমে আমরা টেলিফোন,ক্যামেরা,প্রিন্টার ইত্যাদি যুক্ত করতে পারি।পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মূলত অফিসে বেশী ব্যবহার করতে দেখা যায়।
(২) লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
যখন ১০০ মিটারের কম দূরত্বের এরিয়ার মধ্য একাধিক কম্পিউটার ডিভাইস গুলোর মধ্য নেটওয়ার্ক তৈরি করা হয় তখন সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলা হয়ে থাকে।লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য খরচ অনেক কম হবার কারনে এই কম্পিউটার নেটওয়ার্ক ব্যাবস্থার ব্যবহার বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে।
বর্তমানে অফিস,স্কুল,কলেজ, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠান গুলোতে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) এর ব্যবহার ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে।আর লোকাল এরিয়া কম্পিউটার নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্যই থাকে নিজের মধ্য তথ্য এবং বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করা।
(৩) মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)
যখন একই শহরের মধ্য অনেক গুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে একটি নেটওয়ার্কে যুক্ত করা হয় তখন সেটাকে মেট্রোপলিটন নেটওয়ার্ক বা সংক্ষেপে MAN বলা হয়ে থাকে।এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য থাকে সেই একই শহরে থাকা ছোট ছোট কম্পিউটার নেটওয়ার্ক যেমনঃ PAN এবং LAN নেটওয়ার্ক গুলোকে একটি নেটওয়ার্কে নিয়ে আসা।
(৪) ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
যখন একাধিক শহর অথবা দেশের কম্পিউটারের মধ্য সংযোগ নেটওয়ার্ক তৈরি করার জন্য যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেটাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলা হয়ে থাকে।এই ধরনের নেটওয়ার্কের মাধ্যমে আমরা এক শহর থেকে অন্য শহরে এবং এক দেশ থেকে অন্য দেশে খুব সহজেই আমার প্রয়োজনীয় তথ্য গুলো একে অপরের সাথে আদান প্রদান করতে পারি।এই নেটওয়ার্কের সব চাইতে ভালো উধাহরন হল ইন্টারনেট সেবা।