বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারনে আমাদের সকলের হাতে হাতে স্মার্ট ফোন চলে এসেছে।এবং একই সাথে আমরা আগের দিনে যেমন রেডিও এবং টিভি ব্যবহার করতাম বিনোদনের জন্য সেটার পরিমাণও অনেক কমে এসেছে।আমাদের বাসায় টিভি থাকলেও রেডিও যে কারও বাসায় খুঁজে পাওয়া যাবেনা এটা গ্যারান্টি সহকারেই বলা যায়।
ইন্টারনেট এবং স্মার্টফোনের সহজলভ্যতার কারনে আমরা এখন অনেক কিছুই মুহূর্তের মধ্য জানতে পারি।যেমন প্রতি মুহূর্তের খবর আমরা জানতে পারি আমাদের স্মার্ট ফোন ব্যবহার করে।এছারাও খেলা দেখা,ইউটিউবে বিভিন্ন ধরনের বিনোদন এবং শিক্ষামূলক ভিডিও দেখতে পারি আমাদের স্মার্টফোনের মাধ্যমে।
আগের দিনে আমরা যেমন রেডিওতে শুনে অথবা টিভিতে দেখে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতাম ঠিক তেমনি আমরা এখন চাইলেই প্রতি মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি আমাদের হাতে থাকা স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করে।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কি কি উপায়ে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারবেন সেই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।এই আর্টিকেল সম্পূর্ণ পড়লে আপনি খুব সহজেই আপনার স্পেসিফিক যেকোনো এরিয়ার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে পারবেন।
ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জানার উপায়
ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার করে তিনটি উপায়ে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানা যেতে পারে।উপায় তিনটি হল-
- গুগল সার্চ করে আবহাওয়া জেনে নেওয়া
- আবহাওয়ার পূর্বাভাসের ওয়েবসাইট গুলো ব্যবহার করে
- আপনার ফোনের বিল্ট-ইন ফিচারের মাধ্যমে
আমরা এখানে আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য তিনটি উপায় সম্পর্কে জানলাম।এখন আমরা এই ৩ টি উপায় ব্যবহার করে যেকোনো নির্দিষ্ট এলাকার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কিভাবে জেনে নিতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানব।
(১) গুগল সার্চ করে আবহাওয়া জেনে নেওয়া
আপনি যদি আপনার এলাকার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার ফোনের ব্রাউজারে যেয়ে গুগল ডট কমে যেতে হবে।এরপরে আপনাকে আপনার এলাকার নাম লিখে সার্চ করতে হবে এবং অবশ্যই আপনার এলাকার নামের সাথে “Weather” এই শব্দটি যোগ করে দিতে হবে।
যেমন আপনি যদি এই মুহূর্তে ঢাকাতে থাকেন তাহলে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে “Dhaka Weather” অথবা, “Dhaka Weather Forecast”। তবে এখানে জেনে রাখা ভালো যে আপনি যদি শুধু “Dhaka Weather” লিখে সার্চ দেন তাহলে পুরো ঢাকা জেলার গড় আবহাওয়ার পূর্বাভাস দেখাতে পারে।এর জন্য ভালো উপায় হল আপনি যখন যে এরিয়াতে থাকবেন তখন সেই এরিয়ার নাম সহ লিখে সার্চ করা।এতে করে আপনি একদম আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গার সেই মুহূর্তের আবহাওয়ার আপডেট পেয়ে যাবেন।নিচের ছবি দেখলেই আমার এই আলোচনা আপনি ভালোভাবে বুঝতে পারবেন।

আমি এখানে প্রথমে ঢাকার আবহাওয়া সম্পর্কে জানতে চেয়েছি বিধায় আমাকে পুরো ঢাকা জেলার গড় আবহাওয়া দেখানো হয়েছে আবার পরে আমি ঢাকা মিরপুর এলাকার আবহাওয়া জানতে চাওয়ার কারনে আমাকে শুধু ঢাকা মিরপুর এলাকার আবহাওয়ার আপডেট দেখানো হয়েছে।
এখানে ঢাকা জেলাকে আমি শুধু আপনাদের বুঝানোর জন্য ব্যবহার করেছি।আপনি যে এলাকায় আছে সেই এলাকার নাম উপরের পদ্ধতি অনুসারে লিখে সার্চ করলেই আপনার স্মার্ট ফোনের মাধ্যমেই গুগল সার্চ থেকেই প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট জানতে পারবেন।
(২) আবহাওয়ার পূর্বাভাসের ওয়েবসাইট গুলো ব্যবহার করে
গুগল সার্চ না করেও আমরা যে ওয়েবসাইট গুলো আবহাওয়ার পূর্বাভাস প্রদান করে সেই ওয়েবসাইট গুলো থেকে আবহাওয়ার আপডেট জানতে পারি।গুগলে সার্চ করলেই এই রকম হাজার হাজার ওয়েবসাইট পাওয়া যাবে।কিন্তু সব ওয়েবসাইটই যে আপনাকে সঠিক আবহাওয়ার পূর্বাভাস দেখাবে এটা ভাবার কোন কারন নাই।আমি এখানে ১১ টি ওয়েবসাইটের ঠিকানা আপনাদের সাথে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন এবং কিছু কিছু ওয়েবসাইট থেকে ঘূর্ণিঝরের লাইভ গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারবেন।
আবহাওয়ার পূর্বাভাস দেখার ১১ টি ওয়েবসাইট গুলো হল-
- bmd.gov.bd (বাংলাদেশ সরকারের আবহাওয়ার পূর্বাভাসের ওয়েবসাইট)
- worldweather.wmo.int
- weather.com
- www.weather-forecast.com (এই ওয়েবসাইট আপনাকে ১২ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিবে)
- www.wunderground.com
- www.weather.gov
- www.ventusky.com
- www.timeanddate.com
- www.accuweather.com
- www.bbc.com
- www.windy.com

আপনি যদি এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি যে এলাকায় আছে সেই এলাকার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে চান তাহলে এই ওয়েবসাইট গুলোতে যাওয়ার পর আপনাকে আপনার এলাকার নাম লিখে সার্চ দিতে হবে তাহলেই দেখবেন আপনার এলাকার আবহাওয়ার পূর্বাভাস আপনাকে দেখানো হচ্ছে।এছারাও আপনি যদি এই ওয়েবসাইট গুলোর হোমপেজে যান তাহলে দেখবেন আপনার পুরো দেশের জেলা ভিত্তিক নাম দেখাচ্ছে এবং পাশে আবহাওয়ার রিপোর্ট গুলো দেখাচ্ছে।এই ওয়েবসাইট গুলো আবহাওয়ার পূর্বাভাস দেখানোর জন্য মহাকাশে থাকা ওয়েদার স্যাটেলাইট গুলোর সাহায্য নিয়ে থাকে।
(৩) আপনার ফোনের বিল্ট-ইন ফিচারের মাধ্যমে
পোস্টের শুরুতেই বলেছি যে আমাদের সকলের হাতেই বর্তমানে একটি করে মোবাইল ফোন আছে।আর বর্তমানে স্মার্টফোন কোম্পানি গুলো তাঁদের গ্রাহকদের অতিরিক্ত সুবিধা প্রদান করার জন্য তাঁদের তৈরি করা ফোন গুলোতে ওয়েদার ফোরকাস্ট (Weather Forecast) সুবিধা চালু করেছে।এই ফিচারটির মাধ্যমে একজন স্মার্টফোন ব্যবহারকারী মাত্র একটি ট্যাপ/ক্লিক করেই সে যে লোকেশনে আছে সেই লোকেশনের সেই মুহূর্তের আবহাওয়ার আপডেট জেনে নিতে পারে।ফোন কোম্পানি গুলো তাঁদের ফোনের এই সুবিধার দেওয়ার জন্য ফোনে থাকা জিপিএস চিপসের সাহায্য নিয়ে নিয়ে থাকে।

আপনি যদি আপনার ফোনে থাকা ওয়েদার ফোরকাস্ট ফিচারটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে শুধু এই ফিচারটি খুঁজে বের করতে হবে যে সেটা আপনার ফোনের কোন জায়গায় রাখা আছে।খুঁজে পেলে শুধু ট্যাপ/ক্লিক করেই আবহাওয়ার আপডেট জেনে নিতে পারবেন।
আমার শেষ কথা
আমি আজকের এই পোস্টে আপনাদের সাথে স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করে কিভাবে আমরা আমাদের এলাকা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি সেই সম্পর্কে ৩ টি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি।কিন্তু আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা হল আমি সব সময় গুগল সার্চ করেই আবহাওয়ার আপডেট জেনে নিই।আমার কাছে গুগল থেকে পাওয়া তথ্যকেই সঠিক বলে মনে হয়েছে।আপনি যদি উপরের ৩ টি পদ্ধতিই ব্যবহার করে থাকেন তাহলে কোন পদ্ধতিটি আপনার আবহাওয়ার আপডেট জানার জন্য ভালো লেগেছে সেটা অবশ্যই এই পোস্টে কমেন্ট করে জানাবেন।