কপিরাইট ফ্রি ছবির সেরা ৫ টি ওয়েবসাইট [নতুন ব্লগাদের দরকারী]

আপনি যখন আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করবেন তখন অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করতে হবে এবং যখন আপনি আপনার ওয়েবসাইটে আর্টিকেল লিখতে যাবেন তখন আপনার আর্টিকেলে বিভিন্ন ধরনের ছবি ব্যাবহার করার প্রয়োজন হবে।কিন্তু এত ইউনিক ছবি কোথায় পাবেন?অন্য কারও সাইট থেকে ছবি ব্যাবহার করলে আবার কপিরাইট সমস্যার সম্মুখীন হতে হবে।তাহলে ইউনিক এবং কপিরাইট ফ্রি ছবি পাওয়ার উপায় কি?

চিন্তার কোন কারন নাই আমি আপনাদের সাথে আজকের এই লেখায় এমন পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব যে ওয়েবসাইট গুলো থেকে আমরা ফ্রিতে কপিরাইট ফ্রি এবং অনেক উন্নত মানের ছবি নিয়ে আমাদের ব্লগে ব্যাবহার করতে পারব।

এই লেখা কাদের জন্য উপকারী?

আমার আজকের কপিরাইট ফ্রি ছবির সেরা ৫ টি ওয়েবসাইট নিয়ে লেখা এই আর্টিকেলটি সকল ব্লগারদের জন্য অনেক দরকারি।তবে বিশেষ করে যারা নতুন ব্লগিং শুরু করেছেন তাঁদের জন্য আরও অনেক বেশী উপকারী।কারন ব্লগিং জগতে যারা অনেক পুরাতন তাঁদের হয়ত টাকা খরচ করে স্টক ইমেজ থেকে ছবি কিনে তাঁদের সাইটে ব্যাবহার করার মত সাধ্য আছে কিন্তু যারা নতুন ব্লগিং শুরু করেছেন তাঁদের টাকা দিয়ে ছবি কিনে ব্বেওহার করার মত সাধ্য নাই, কিন্তু আবার ব্লগের আর্টিকেলে ছবি ব্যাবহার করতেই হবে।সুতরাং, তাঁদের কপিরাইট ফ্রি ছবি ব্যাবহার করা  ছাড়া উপায় থাকে না।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে আজকের লেখার মূল আলোচনা শুরু করা যাক।

যে পাঁচটি ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতে কপিরাইট ফ্রি ছবি নিয়ে আমাদের ব্লগে ব্যাবহার করতে পারি

প্রথমে আমরা সেই পাঁচটি ওয়েবসাইটের নাম গুলো জেনে নিব যে ওয়েবসাইট গুলো আমাদের ফ্রিতে অনেক উন্নতমানের ছবি ব্যাবহার করার সুযোগ দিবে।কপিরাইট ফ্রি ছবির সেরা ৫ টি ওয়েবসাইটের নাম হলঃ

  1. Unsplash
  2. GratisoGraphy
  3. MorgueFile
  4. Pixabay এবং
  5. StockVault

আমরা কপিরাইট ফ্রি ছবি পাওয়া যায় সেই ওয়েবসাইট গুলোর নাম জানলাম এখন আমরা এই ওয়েবসাইট গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব।

(১) Unsplash

যদি কোন আলোচনার টেবিলে কপিরাইট ফ্রি এবং ভালো কোয়ালিটির ছবি কথা আলোচনায় আসে তাহলে শেখা অবশ্যই প্রথমেই Unsplash ওয়েবসাইটের নাম বলতেই হবে।কারন এই সাইটের স্টকে আছে লাখ লাখ উন্নতমানের ছবি এবং অসংখ্য নিবন্ধন করা ইউজার।এই নিবন্ধন করা ব্যাবহারকারীরা প্রতিদিন হাজার হাজার ছবি তাঁদের প্রোফাইলে শেয়ার করে যেগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি এবং অনেক ভালো কোয়ালিটির।এখানে আপনি প্রায় সকল বিষয় সম্পর্কিত ছবি খুঁজে পাবেন আপনার আর্টিকেলে ব্যাবহার করার জন্য।ওয়েবসাইটটির লিংক হলঃ unsplash.com

Unsplash.jpg
Image: Unsplash home Page, Image Credit: unsplash.com

(২) GratisoGraphy

কপিরাইট ফ্রি ছবির সংগ্রহের দিক থেকে দ্বিতীয় নাম্বারে আছে GratisoGraphy ওয়েবসাইটটি।আপনি যদি এখানে ছবি পাবলিশ করতে চান তাহলে অবশ্যই তাঁদের নীতিমালা পড়ে নিবেন এই ওয়েবসাইট এবং Unsplash ওয়েবসাইটের নীতিমালায় কিছুটা ভিন্নতা আছে।তবে আমরা যেহেতু এই ওয়েবসাইট গুলো থেকে ছবি সংগ্রহ করে আমাদের ব্লগে ব্যাবহার করব সেহেতু আমাদের এসব নীতিমালা নিয়ে না ভাবলেও চলবে।সাইটটি ভিসিট করতে আপনাকে এখানে যেতে হবে।

GratisoGraphy.jpg
Image: GratisoGraphy Home Page, Image Credit: gratisography.com

(৩) MorgueFile

এই ওয়েবসাইটটি অন্য কপিরাইট ফ্রি ছবির সাইট থেকে সম্পূর্ণ আলাদা।এই ওয়েবসাইটে আপনি প্রায় সকল ধরনের ছবি পাবেন।অন্য ওয়েবসাইটে যেমন ক্যাটেগরি ভিত্তিক ছবি দেখার সুযোগ দেয় আপনি এই ওয়েবসাইটে সেই সুবিধা পাবেন না।এই ওয়েবসাইটে আপনাকে সার্চ বক্সে আপনি যে ধরনের ছবি চান সেই বিষয়ের সাথে সম্পর্কিত কী-ওয়ার্ড লিখে সার্চ করতে হবে।ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন

MorgueFile.jpg
Image: MorgueFile Home Page, Image Credit: morguefile.com

(৪) Pixabay

পিক্সাবাই ওয়েবসাইটটি আমার নিজের থেকে অনেক ভালো লাগে।আমি প্রায় ২-৩ বছর যাবত আমার সব ওয়েবসাইটে পিক্সাবাই থেকে ছবি নিয়ে ব্যাবহার করি এবং এখন পর্যন্ত কোন ধরনের কপিরাইট সমস্যায় পরিনি।সুতরাং আপনিও চাইলে পিক্সাবাই থেকে ছবি নিয়ে কোন সন্দেহ ছাড়াই আপনার সাইটের আর্টিকেলে ব্যাবহার করতে পারেন।পিক্সাবাই ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।

Pixabay.jpg
Image: Pixabay Home Page, Image Credit: pixabay.com

(৫) StockVault

StockVault ওয়েবসাইটটি অনেকটা আমাদের এই আর্টিকেলে আলোচনা করা এক নাম্বার সাইটটির মত।এই ওয়েবসাইটের ব্যাবহারকারীরা প্রতিদিন তাঁদের প্রোফাইলে নতুন নতুন ছবি আপলোড করে।আর এই ওয়েবসাইটটির একটা বিশেষ সুবিধা হল প্রতিদিন এই সাইটে কোন কোন ছবি গুলো নতুন পাবলিশ করা হল সেগুলো তালিকা আকারে আপনাকে দেখানো হবে।এখন এই তালিকায় থাকা কোন ছবি যদি আপনার দরকার হয় তাহলে খুব সহজেই আপনি সেটা সংগ্রহ করে নিতে পারবেন।স্টকভল্ট এর অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে আপনাকে এখানে যেতে হবে।

StockVault.jpg
Image: StockVault Home Page,Image Credit: www.stockvault.net

শেষ কথা

আমরা উপরে যে পাঁচটি কপিরাইট ফ্রি ওয়েবসাইটের ব্যাপারে আলোচনা করলাম এই রকম হাজার হাজার সাইট অনলাইনে আছে।আপনি চাইলে সেগুলো থেকে আপনার প্রয়োজনীয় ছবি সংগ্রহ করে ব্যাবহার করতে পারবেন।তবে আমি এখানে যে পাঁচটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম এই সাইট গুলো থেকে আমি প্রায়ী ছবি নিয়ে ব্যাবহার করি এবং এখন পর্যন্ত কোনদিন কপিরাইট ঝামেলায় পরিনি।সুতরাং আপনারাও চিন্তা মুক্ত ভাবে বেবয়াহ্র করতে পারেন।