আসুন জেনে নিই সেরা ০৫ টি ফ্রি টেম্পোরারি ইমেইল সার্ভিস সম্পর্কে

বর্তমান সময়ে আমাদের সকলেরই প্রায় একটি ই-মেইল রয়েছে এবং আমদের ই-মেইল প্রায় প্রতিদিনই আমাদের প্রয়োজনীয়ও কাজে আমরা ব্যাবহার করে থাকি।আমরা আমাদের প্রতিদিনের প্রয়োজনে যেসব মেইল সার্ভিস ব্যাবহার করে থাকি তাঁদের মধ্য উল্লেখ যোগ্য হলঃ জিমেইল,ইয়াহু মেইল,মাইক্রোসফট এর হট মেইল ইত্যাদি।তবে এই মেইল সার্ভিস গুলো আমারা আমাদের নিত্য দিনের কাজেই ব্যাবহার করে থাকি।

আপনি হয়ত শুনে থাকবেন যে আমরা যখন আমাদের ইমেইল ব্যাবহার করে কোন ওয়েবসাইটে রেজিস্টার করি তখন সেই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের প্রমশনাল মেইল তাঁরা আমাদেরকে পাঠাতে পারে।আর আপনি যদি চান যে আপনি কোন একটি ওয়েবসাইটের সার্ভিস একবার ব্যাবহার করে পরবর্তীতে আর কখনো ব্যাবহার করবেন না তখন আপনি কখনো চাইবেন না যে তাঁরা আপনার ব্যাক্তিগত মেইলটি জেনে যাক।কারন তাঁরা প্রতিনিয়ত তাঁদের প্রমোশনাল মেইল পাঠাতে থাকে যার ফলে আপনার দরকারি মেইল গুলো আপনার ইমেইলের ইনবক্সের নিচের দিকে চলে যায়।

আপনি যদি এই প্রমোশনাল মেইলের বিরম্বনা থেকে বাঁচতে চান তাহলে টেম্পোরারি ইমেইল সার্ভিস ব্যাবহার করা ছাড়া আপনার আর কোন উপায় থাকে না।আমাদের আজকের এই লেখায় আমরা সেরা ৫ টি টেম্পোরারি ইমেইল সার্ভিসের ওয়েবসাইট সম্পর্কে জানবো যেগুলো থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ওয়ান টাইম মেইল তৈরি করে ব্যাবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারব।

টেম্পোরারি ইমেল সার্ভিস কি?

টেম্পোরারি মেইল সার্ভিস মূলত আপনাকে আমাদের পরিচিত সব ইমেইল সার্ভিস এর মতই সেবা প্রদান করে থাকে।আপনি যদি টেম্পোরারি ইমেইল সার্ভিস ব্যাবহার করতে চান তাহলে আপনাকে সেই টেম্পোরারি ইমেইল সার্ভিস দাতাদের ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়না।আপনি তাঁদের ওয়েবসাইটের হোমপেজে যাওয়া মাত্র তাঁরা আপনাকে একটি ইমেইল আইডি প্রদান করবে যেটা ব্যাবহার করে আপনি অনলাইনের সকল ধরনের ওয়েবসাইটে সাইন আপ করতে পারবেন এবং ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন।তবে টেম্পোরারি ইমেইল ব্যাবহার করে আপনি কাউকে মেইল সেন্ট করতে পারবেন না এবং একটা নির্দিষ্ট সময় পরে এই মেইল আর ব্যাবহার করতে পারবেন না।অর্থাৎ,যে কাজ গুলোর জন্য আপনার ওয়ান টাইম ইমেইল আইডির দরকার হবে সেই কাজ গুলোই মূলত টেম্পোরারি মেইল সার্ভিস ব্যাবহার করে করা যাবে।

সেরা ৫ টি ফ্রি টেম্পোরারি ইমেইল সার্ভিস

আমি এখন আপনাদের সাথে সেরা এবং জনপ্রিয় ৫ টি টেম্পোরারি ইমেইল সেবাদানকারী ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব।এক্সপার্ট এবং বিভিন্ন ওয়েবসাইটের মতে এই ওয়েবসাইট গুলোই এখন পইরজন্ত টেম্পোরারি ইমেইল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে।তাহলে চলুন এত কথা না বলে সেরা ৫ টি টেম্পোরারি মেইল সার্ভিস ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া যাক।

(১) টেম্প মেইল-ডিসপোসাবেল টেম্পোরারি ইমেইল সার্ভিস

বর্তমানে যত গুলো টেম্পোরারি ইমেইল সার্ভিস এর ওয়েবসাইট আছে তাদের মধ্য Temp-Mail ই বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।এই ওয়েবসাইট আপনাকে স্পাম মেইল এড়িয়ে চলার জন্য ফ্রিতে আনলিমিটেড টেম্পোরারি মেইল তৈরি এবং ব্যাবহার করার সুযোগ দিবে এবং প্রতিটি মেইল আপনি ১০ মিনিট সময়কাল পর্যন্ত ব্যাবহার করতে পারবেন।Temp-Mail এর টেম্পোরারি ইমেইল সার্ভিস ব্যাবহার করতে এখানে ক্লিক করুন।এছারাও এই ওয়েবসাইটটি আপনাকে প্রিমিয়াম সেবাও অফার করে থাকে।

(২) GuerrillaMail টেম্পোরারি ইমেইল সার্ভিস

টেম্পোরারি ইমেইল সার্ভিস দাতাদের তালিকায় দুই নাম্বারে আছে Guerrilla Mail ওয়েবসাইটটি।আপনি যখন তাঁদের ওয়েবসাইটের হোমপেজে যাবেন সেই মুহূর্তেই তাঁরা আপনাকে একটি ফ্রি ইমেইল আইডি প্রদান করবে এবং আপনি চাইলে আপনার পছন্দ মত ইউজার নাম এবং ডান পাশের ড্রপ ডাউন মেনু থেকে পছন্দ মত ডোমেইন নাম সিলেক্ট করে নিজের মতও করে ইমেইল আইডি তৈরি এবং ব্যাবহার করতে পারবেন।

আপনি এই ওয়েবসাইট ব্যাবহার করে কাউকে ইমেইলও পাঠাতে পারবেন।আমার কাছে এই অপশনটি অনেক ভালো লেগেছে।মূলত টেম্পোরারি ইমেইল সার্ভিস এর ওয়েবসাইটে এই রকমের সুযোগ দেওয়া হয়না।

(৩) 10 Minutes Mail

10 Minute Mail অন্য সকল টেম্পোরারি ইমেইল সার্ভিস ওয়েবসাইটের মতই আপনাকে মেইল তৈরি এবং ব্যাবহার করার সুযোগ প্রদান করে।এবং প্রতিটা মেইলের সময়কাল ডিফল্ট ভাবে ১০ মিনিট প্রদান করা হয়ে থাকে।তবে আপনার যদি কোন মেইলের কাজ ১০ মিনিটের মধ্য সম্পন্ন না হয় তবে এই ওয়েবসাইট আপনাকে সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ প্রদান করে।আপনি প্রতিবার সময় বাড়ানোর অনুরধ করলে তাঁরা আপনাকে আরও ১০ মিনিট সময় দিবে এবং এভাবে আপনি যতক্ষণ খুশি ব্যাবহার করতে পারবেন।তবে একবার আপনার ব্রাউজারের ট্যাব বন্ধ করে দিলে আর মেইলটি পাবেন না।১০ মিনিট মেইলের টেম্পোরারি মেইল সার্ভিস ব্যাবহার করতে চাইলে আপনাকে এখানে যেতে হবে।

(৪) TempMailNow

TempMailNow অন্য সব গুলো ওয়েবসাইটের মতই আমাদেরকে ফ্রিতে টেম্পোরারি ইমেইল সার্ভিস অফার করে থাকে।আমার কাছে এই ওয়েবসাইটটি খুবই সাদাসিদে একটি সাইট মনে হয়েছে।বিশেষ করে এর ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লেগেছে।এই ওয়েবসাইটের মূল সুবিধা হল আপনি যতক্ষণ না নতুন একটি ইমেইল আইডি নিজে থেকে তৈরি করবেন ততক্ষণ এই ওয়েবসাইটে প্রথমে তৈরি হওয়া মেইল আইডিটি পরিবর্তন হবে না।এমনকি আপনি যদি আপনার ব্রাউজারের ট্যাব রি-লোডও করেন তবু মেইল আইডি এবং ইনবক্সের সব মেইল আগের মত থাকবে।এই ওয়েবসাইটের ইউআরএল হলঃ TempMailNow.net

(৫) EmailOnDeck টেম্পোরারি মেইল

EmailOnDeck এই ওয়েবসাইটের সেবা ব্যাবহার করার জন্য প্রথমে আপনাকে হিউম্যান রোবট টেস্ট দিতে হবে এবং এটা পাস করলেই তাঁরা আপনাকে ইমেইল আইডি প্রদান করবে।মূলত এমনটা করা হয়েছে যাতে কেউ রবোটিক সিস্টেমে তাঁদের সেবা ব্যাবহার করতে না পারে।আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ইমেইল রিসিভ করার পাশাপাশি চাইলে কাউকে মেইল সেন্টও করতে পারবেন।এবং ব্যাবহার করা শেষে মেইল গুলো ডিলিট করে দিতে পারবেন।ইমেইলঅনডেক এর সেবা ব্যাবহার করতে আপনাকে এখানে যেতে হবে।

শেষ কথা

আমরা উপরে সেরা পাঁচটি টেম্পোরারি ইমেইল সেবা সম্পর্কে জানলাম যেগুলো আমরা খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ব্যাবহার করতে পারি।এখন আপনারা ব্যাবহার করে অবশ্যই এই পোস্টে মন্তব্য করে আমাকে জানান যে উপরের পাঁচটি ওয়েবসাইটের মধ্য কোন ওয়েবসাইটের সেবা ব্যাবহার করে আপনার কেমন লাগলো।কোন ওয়েবসাইটটি আপনার কাছে সেরা মনে হয়েছে এবং কোন ওয়েবসাইটটি আপনার কাছে খুব একটা ভালো লাগেনি সেটা অবশ্যই আমাদেরকে জানান।