ডোমেইন নাম কেনার আগে যে বিষয় গুলো অবশ্যই চেক করে নিবেন

আমাদের বিভিন্ন কাজের জন্য প্রায়ই ডোমেইন নাম কেনার প্রয়োজন পরে অথবা আপনি যদি আপনার নিজের একটি ওয়েবসাইট/ব্লগ তৈরি করতে চান তাহলে আপনার অবশ্যই একটি ডোমেইন নাম প্রয়োজন হবে।আর এই ডোমেইন নাম কিনতে যেয়ে যারা নতুন তাঁরা প্রায়ই কিছু ভুল করে বসে ফলে দেখা যায় অনেক সময় সাইট শুরু করার অনেকদিন পর কোন একটি সমস্যার কারনে ডোমেইন নামটি বাদ দিয়ে দিতে হয় অথবা অনেক সময় পুরা ওয়েবসাইট/ব্লগ ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করে দিতে হয়।

আজকের এই ব্লগ পোস্টে আমি আপনাদের সাথে ডোমেইন নাম কেনার পূর্বে আমাদের যে বিষয়গুলো চেক করে নিতে হবে সেই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।আমি আশা করি আমার এই লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়া শেষ করলে আপনার একটি ফ্রেশ ডোমেইন নাম কেনা অনেক সহজ যাবে।

ডোমেইন নাম কি?

আপনি যখন আমাদের এই ব্লগে এসেছেন তখন অবশ্যই আমাদের এই ব্লগের ডোমেইন নাম Priyo.tv আপনার ওয়েব ব্রাউজারে লিখে তার পর এসেছেন অথবা সার্চ ইঞ্জিনে কোন নির্দিষ্ট বিষয়ে খোঁজ করে আমাদের ওয়েবসাইট আপনার সামনে আসার কারনে সেখান থেকে আমাদের ওয়েবসাইটে এসেছেন।এখন আপনি যে আপনার ইন্টারনেট ব্রাউজারে আমাদের সাইটের নাম লিখে অথবা সার্চ ইঞ্জিন থেকে ভিসিট করে আসার পরে এই মুহূর্তে আপনার ইন্টারনেট ব্রাউজারে যে নামটি দেখানো হচ্ছে সেটিই মূলত ডোমেইন নাম।

ডোমেইন কেনার পূর্বে নিচের বিষয় গুলো চেক করে নিতে হবে

  1. ডোমেইন টি পূর্বে রেজিস্ট্রেশন করা হয়েছিলো কিনা
  2. রেজিস্ট্রেশন করা হলে সেই কন্টেন্ট গুলো কেমন ছিল
  3. স্পাম স্কোর কেমন
  4. ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ব্লক আছে কিনা
  5. আপনার নিশের সাথে রিলেটেড ডোমেইন নাম
  6. পূর্বে মনিটাইজ করা হয়েছিলো কিনা

(১) ডোমেইন টি পূর্বে রেজিস্ট্রেশন করা হয়েছিলো কিনা

আপনি যখন আপনার বিজনেস ওয়েবসাইট অথবা ব্যাক্তিগত ব্লগের জন্য কোন ডোমেইন নাম পছন্দ করবেন তখন সেই ডোমেইন নামটি পূর্বে কেউ রেজিস্ট্রেশন করেছিল কিনা সেটা চেক করে দেখতে হবে।যদি চেক করে দেখেন যে আপনার পছন্দ করা ডোমেইন নামটি আপনার পূর্বে কেউ কিনেছিল এবং ব্যাবহার করেছিল তাহলে আমি আপনাকে বলব এই ধরনের ডোমেইন কেনা থেকে বিরত থাকা তা সেটা যত ভালো নামের ডোমেইন নাম হোক না কেন।কারন ভালো নামের কোন ডোমেইন অবশ্যই কেউ কোন সমস্যা না হলে ছেড়ে যায়নি।

whoisrequest.jpg
Image: WhoisRequest Home Page, Image Credit: WhoisRequest.com

আপনার পছন্দ করা ডোমেইন নামটি পূর্বে কেউ কিনেছিল কিনা সেটা চেক করা যাবে whoisrequest.com ওয়েবসাইটের মাধ্যমে।এই ওয়েবসাইটে যেয়ে আপনার পছন্দ করা ডোমেইন নাম দিয়ে সার্চ দিলে সেই ডোমেইন নামটি এখন পর্যন্ত কতবার নেম সার্ভার পরিবর্তন করা হয়েছে সেই তথ্য আপনাকে দেখিয়ে দিবে।আর যদি কেউ পূর্বে না কিনে থাকে তাহলে এই ওয়েবসাইট আপনাকে বলে দিবে যে আপনার দেওয়া ডোমেইন নামটি পূর্বে রেজিস্ট্রেশন করা হয়নি।

এখানে কিছু স্পেশাল টিপসঃ

  • ডোমেইন নাম দিয়ে চেক দেওয়ার পরে যদি দেখায় রেজিস্ট্রেশন করা হয়েছিলো কিন্তু কখনো কোন সার্ভারে হোস্ট করা হয়নি তাহলে সেই ডোমেইন নামটি কেনা যাবে।

(২) রেজিস্ট্রেশন করা হলে সেই কন্টেন্ট গুলো কেমন ছিল?

উপরের ওয়েবসাইটে চেক করে যদি দেখেন আপনার দেওয়া ডোমেইন নামটি পূর্বে রেজিস্ট্রেশন করা হয়েছিলো এবং সেটা দিয়ে ওয়েবসাইট লাইভ করা হয়েছিলো।যেহেতু আমি উপরে বলেছি যে রেজিস্ট্রেশন করা হয়েছিলো এমন ডোমেইন আমি কিনতে নিরুৎসাহিত করি, কিন্তু আপনি যদি তারপরেও সেই ডোমেইন কিনতে চান তাহলে সেই ওয়েবসাইট কি ধরনের ছিল সেটা চেক করে নিতে হবে।

Internet Archive.jpg
Image: Internet Archive Website Home Page, Image Credit: archive.org

ওয়েবসাইটটি পূর্বে কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করত সেটা চেক করা যাবে Internet Archive ওয়েবসাইটের মাধ্যমে।এই ওয়েবসাইটে যেয়ে সার্চ বক্সে আপনার ডোমেইন নাম লিখে সার্চ দিলে এই ডোমেইন নাম দিয়ে সাইট লাইভের শুরু থেকে এক্সপায়ার হয়ে যাওয়া পর্যন্ত বিভিন্ন তারিখ অনুসারে তাদের আর্কাইভে সেভ করা ডাটা দেখাবে।যদি সেভ করা ডাটা চেক করে দেখা যায় আপনি ডোমেইন নামটি নিয়ে যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই রকম কন্টেন্ট নিয়েই এই ডোমেইন দিয়ে কাজ করা হয়েছে তাহলে সেই ডোমেইন নামটি কেনা যাবে অন্যথায় কেনা যাবে না।

(৩) স্পাম স্কোর কেমন?

যদিও কোন ডোমেইনের স্পাম স্কোরের সাথে গুগলের কোন সম্পর্ক নাই।এটা Moz ওয়েবসাইটের একটি নিজস্ব স্কোর।তবে অভিজ্ঞরা স্পাম স্কোর বেশী হলে সেই ডোমেইন নামটি কিনতে সবসময় নিষেধ করে থাকে।অভিজ্ঞরা বলেন যদি কোন ডোমেইনের স্পাম স্কোর ১.০ এর বেশী হয় তাহলে সেই ডোমেইন নামটি কখনো কেনা উচিত নয়।আপনার পছন্দ করা ডোমেইনের স্পাম স্কোর কত সেটা চেক করা যাবে এখানে যেয়ে।

spam score checker.jpg
Image: Spam Score Checker, Image Credit: WebsiteSeoChecker.com

(৪) ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ব্লক আছে কিনা

অনেক সময় দেখা যায় আমারা ডোমেইন নাম কেনার পর আমাদের সাইট লাইভ করে কন্টেন্ট দিয়ে যখন ফেসবুক সহ অনন্যা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে শেয়ার করতে যাই তখন দেখা যায় এই ডোমেইন নামটি আগে থেকেই ব্লক হয়ে আছে।সুতরাং ডোমেইন নাম কেনার আগেই আপনি ফেসবুক সহ আরও যেসব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলোতে আপনার সাইটের মার্কেটিং করতে চান সেসব সাইটে আপনার ডোমেইন লিংকটি শেয়ার করে চেক করে নিতে হবে ডোমেইন নামটি আগে থেকেই ব্লক আছে কিনা।

facebook domain block.jpg
Image: Facebook Domain Block, Image Credit: Facebook

স্পেশাল টিপসঃ

  • ডোমেইন নাম কেনার ক্ষেত্রে স্পমিং ওয়ার্ড যুক্ত আছে এমন ডোমেইন নাম কেনা থেকে বিরত থাকলে ডোমেইন ব্লক থেকে ডোমেইনকে সুরক্ষিত রাখা যায়।

(৫) আপনার নিশের সাথে রিলেটেড ডোমেইন নাম

যখন আপনি কোন ডোমেইন নাম খুঁজতে শুরু করবেন তখন আপনাকে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই ডোমেইন নামটি আপনি কি কাজে ব্যাবহার করবেন।অর্থাৎ, আপনার ওয়েবসাইট/ব্লগের বিষয়বস্তুর সাথে মিল রেখে আপনাকে ডোমেইন নাম পছন্দ করতে হবে।আপনি যখন আপনার নিশ রিলেটেড ডোমেইন নাম ব্যাবহার করবেন তখন আপনি আপনার ওয়েবসাইট ভিসিটর যারা তাদের কাছে বিশ্বাস অর্জন করবেন আবার আপনাকে সার্চ ইঞ্জিন গুলোও পছন্দ করবে।

Niche Related Domain Name.jpg
Image: Niche Related Domain Name, Image Credit: Pixabay.com

(৬) পূর্বে মনিটাইজ করা হয়েছিলো কিনা

আমারা যখন কোন ওয়েবসাইট/ব্লগ চালু করি তখন আমদের মেইন ফোকাস থাকে একটা নির্দিষ্ট সময়ে যেয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আয় করা।বিশেষ করে আমাদের সবার লক্ষ্য থাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করা। সুতরাং, ডোমেইন নাম কেনার আগেই আমাদের চেক করে নিতে হবে যে এই ডোমেইন নামটি আগে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করা হয়েছিলো কিনা।যদি পূর্বে অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করা হয়ে থাকে তাহলে সেই ডোমেইন নাম কেনা যাবে না।আর যদি দেখেন যে পূর্বে কখনো মনিটাইজ করা হয়নি তাহলে সেই ডোমেইনটি কেনা যাবে।

Adsense Status Checker Tools.jpg
Image: Adsense Status Checker Tools, Image Credit: dnslytics.com

এখন প্রশ্ন হল কেন কেনা যাবে না?সহজ উত্তর হল কেউ যদি পূর্বে আপনার কেনা ডোমেইনটি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে থাকে তাহলে এই ডোমেইনে গুগল দ্বিতীয়বার গুগল অ্যাডসেন্স আপ্রুভ দিবে না।

আপনার পছন্দ করা ডোমেইনে আগে অ্যাডসেন্স ব্যাবহার করা হয়েছিলো কিনা সেটা চেক কর যাবে এই ওয়েবসাইটে।এই সাইটে যেয়ে আপনার ডোমেইন নাম দিয়ে সার্চ দেওয়া হলে এই সাইট আপনাকে দেখিয়ে দিবে যে পূর্বে অ্যাডসেন্স ব্যাবহার করা হয়েছিলো কিনা।

শেষ কথা

যেহেতু যখন কোন ওয়েবসাইট/ব্লগ শুরু করবেন তখন ফ্রেশ ডোমেইন নাম দিয়ে শুরু করাই উত্তম।আমি উপরে যে বিষয় গুলোর প্রতি নজর রেখে ডোমেইন নাম কেনার বিষয়ে আলোচনা করলাম আপনি যদি সেই বিষয়গুলো মাথায় রেখে কোন ডোমেইন নাম সিলেক্ট করেন তাহলে সেটা আপনার ব্যাক্তিগত/বিজনেস ওয়েবসাইটের ডোমেইন নাম কেনার জন্য অনেক উপকার করবে বলে আমি আশাবাদী।