আমি আমার এর আগের একটি আর্টিকেলে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট ছারাও পিন্টারেস্ট এর মাধ্যমে অনলাইন অনলাইন থেকে আয় করতে পারি।আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এমন কয়েকটি ওয়েবসাইটের বিষয়ে আলোচনা করব যে ওয়েবসাইট গুলোতে আপনি অনলাইন সার্ভের কাজ করে আয় করতে পারবেন।
আমি আমার আজকের এই আর্টিকেলে অনলাইন সার্ভে করে আয় করার যে কয়েকটি সাইট এর বিষয়ে আলোচনা করব এই সাইট গুলো দীর্ঘ সময় ধরে তাঁদের ওয়ার্কার দের নিয়মিত পেমেন্ট করে আসছে এবং এরা ১০০% বিশ্বস্ততার সাথে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে।তাহলে চলুন কথা না বাড়িয়ে সার্ভে করার ওয়েবসাইট গুলোর সাথে পরিচিত হওয়া যাক।
প্রথমেই আমি আপনাদের সাথে সার্ভে করে আয় করা যায় সেই ওয়েবসাইট গুলোর নাম শেয়ার করব এবং পরে প্রতিটা সাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সার্ভে করে আয় করার সাইট গুলোর নাম হলঃ
- Swagbucks
- Gobranded
- Pinecone Research
- PrizeRebel
- CashCrate
- Inbox Dollars
- Univox এবং
- Survey Savvy
আমরা এখানে সার্ভে করে আয় করা যায় সেই ওয়েবসাইট গুলোর নাম জেনেন নিলাম এখন আমারা উপরের সিরিয়াল অনুসারে প্রতিটা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানবো।
(১) Swagbucks
অনলাইনে সার্ভে করে আয় করার যত সাইট আছে তাঁদের মধ্য Swagbucks ওয়েবসাইট থেকে আপনি সব চাইতে বেশী আয় করার সুযোগ পাবেন।এই ওয়েবসাইট আপনাকে বিভিন্ন ধরনের সার্ভে এবং পোল থেকে আয় করার সুযোগ প্রদান করবে।আপনি এখানে যেকোনো সার্ভে অথবা পোলে কাজ করলে সর্বনিম্ন ০.৫২ ডলার আয় করার সুযোগ পাবেন এবং এটা সার্ভে এবং পোলের উপরে নির্ভর করে আরও বেশী আয় করার সুযোগ প্রদান করবে তবে কখনোই আপনি ০.৫২ ডলারের কম পাবেন না।এই ওয়েবসাইটের প্রতিটা সার্ভে সম্পূর্ণ করতে আপনার ১৫ থেকে ২০ মিনিট সময়ের প্রয়োজন হবে। আপনাকে এই ওয়েবসাইটে কাজ করার জন্য কোন ধরনের ফি প্রদান করতে হবে না।আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে নিবন্ধন করে কাজ শুরু করতে পারবেন।Swagbucks এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করতে আপনাকে এখানে যেতে হবে।
(২) GoBranded
Gobranded পূর্বে MintVine নামে পরিচিত ছিল পরবর্তীতে এই ওয়েবসাইটের নাম পরিবর্তন করা হয়েছে।আপনি এদের ওয়েবসাইটের কোন সার্ভে কমপ্লিট করে ৫ ডলার আয় করতে পারবেন।এদের ওয়েবসাইটের প্রতিটা সার্ভের সর্বনিম্ন রেট ধরা হয়েছে ০.০৫ ডলার থেকে ৫ ডলার।আপনার এই ওয়েবসাইটের সার্ভে সম্পূর্ণ করতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগবে।
বিভিন্ন ব্লগের মতে এই সার্ভে ওয়েবসাইটটি অনলাইনের সেরা দ্বিতীয় ওয়েবসাইট হিসাবেই পরিচিত।সুতরাং আপনি কোন রকমের সন্দেহ ছাড়াই এদের ওয়েবসাইটে কাজ শুরু করতে পারেন।এদের ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে কোন রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে না।আপনি যদি এই ওয়েবসাইটে কাজ শুরু করতে চান তাহলে আপনাকে এই লিংকে যেয়ে তাঁদের ওয়েবসাইটে রেজিস্টার করে নিতে হবে।
(৩) Pinecone Research
আমি বিভিন্ন ব্লগের রিভিউ পড়ে জেনেছি যে অনলাইনে যত সার্ভের কাজ করার ওয়েবসাইট আছে তাঁদের মধ্য Pinecone Research এই ওয়েবসাইট আপনাকে সর্বচ্চো পেমেন্ট প্রদান করবে।তবে এই ওয়েবসাইটের একটি অসুবিধা হল আপনি যখন কোন সার্ভের কাজ করে জমা দিবেন তাঁরা আপনার প্রতিটা সার্ভে ম্যানুয়ালি রিভিউ করে যদি গ্রহন করে তাহলেই আপনি পেমেন্ট পাবেন আর যদি তাঁরা আপনার সার্ভেটি গ্রহন না করে তাহলে আপনি সেই সার্ভের বিপরীতে কোন পেমেন্ট পাবেন না।
এই ওয়েবসাইটের প্রতিটা সার্ভে কমপ্লিট করতে আপনার ১০-১৫ মিনিট সময়ের প্রয়োজন হবে এবং প্রতিটা সাকসেস সার্ভের জন্য Pinecone Research আপনাকে ৩ ডলার প্লাস পেমেন্ট প্রদান করবে।পিনকোন রিসার্চে রেজিস্ট্রেশন করতে আপনাকে এই লিংকে যেতে হবে।
(৪) PrizeRebel
আপনি যদি সার্ভে করে অনলাইনের মাধ্যমে ভালো পরিমাণ একটা টাকা আয় করতে চান তাহলে PrizeRebel আপনার কাজ করার জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট হতে পারে।আপনি PrizeRebel এ প্রতিদিন কাজ করে প্রায় ৬০-৮০ পয়েন্ট অর্জন করতে পারবেন।আর এই পরিমাণ পয়েন্ট অর্জন করতে আপনার সময় লাগবে মাত্র ১০ থেকে ১৫ মিনিট।আমি নিজেও এই ওয়েবসাইটে কয়েকদিন সার্ভের কাজ করেছি আমার কাছে এদের সার্ভের কাজ গুলোও অনেক সহজ মনে হয়েছে।তাহলে আর দেরি কেন?এখনই PrizeRebel এর ওয়েবসাইটে সাইন আপ করে কাজ শুরু করে দিন।
(৫) CashCrate
অনলাইনে সার্ভের কাজ করে নিয়ে ভালো পরিমাণ টাকা পেমেন্ট করে এমন ওয়েবসাইটের কথা বলতে গেলে অবশ্যই CashCrate এর নাম বলতেই হবে।এই ওয়েবসাইট আপনার কাজকে সরাসরি ডলারে কনভার্ট করে হিসাব করে থাকে।CashCrate তাঁদের ওয়েবসাইটের প্রতিটা সার্ভের জন্য আপনাকে ৫০ সেন্ট থেকে শুরু করে ৩ ডলার পর্যন্ত পেমেন্ট করতে পারে।আপনার সার্ভের ধরনের উপরে নির্ভর করে আপনি কত পরিমাণ পেমেন্ট পাবেন সেটা নির্ভর করবে।আপনি যদি CashCrate ওয়েবসাইটের সার্ভের কাজ করে আয় করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করে তাঁদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
(৬) Inbox Dollars
সার্ভের কাজ করে আয় করার জন্য আরও একটি জনপ্রিয় ওয়েবসাইট হল ইনবক্স ডলারস (Inbox Dollars)।এই ওয়েবসাইটটির সুনামের কারনে গুড মর্নিং আমেরিকাতে ওয়ার্ক ফ্রম হোম হিসাবে ফিচার করা হয়েছিল।আপনি যদি এই ওয়েবসাইটে সার্ভের কাজ করেন তাহলে ইনবক্স ডলারস (Inbox Dollars) আপনাকে প্রতিটি সার্ভের জন্য ৫০ সেন্ট থেকে ১০ ডলার পর্যন্ত প্রদান করবে।এবং এই ওয়েবসাইটের প্রতিটি সার্ভে কমপ্লিট করতে আপনার ১০ থেকে ২০ মিনিট সময়ের প্রয়োজন হবে।তবে দুঃখজনক ব্যাপার হল এই ওয়েবসাইটটি বর্তমানে শুধু ইউএসএ তে তাঁদের কার্যক্রম চালু রেখেছে।ইনবক্স ডলারস (Inbox Dollars) ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে চাইলে আপনাকে এখানে যেতে হবে।
(৭) Univox
Univox সম্পর্কে কথা বলার আগে আপনাকে একটা মজার তথ্য দেই।এই ওয়েবসাইট তাঁদের হলুদ রঙের ওয়েবসাইটের জন্য অনেক বিখ্যাত।আপনি যেহেতু অনলাইনে আমার এই লেখা পড়ছেন তার মানে আপনি অনেক ওয়েবসাইট ভিসিট করেছেন।এখন আপনাকে যদি বলা হয় যে আপনি যতগুলো ওয়েবসাইট এই পর্যন্ত দেখেছেন তার মধ্য কয়টা ওয়েবসাইট দেখেছেন যারা তাঁদের ওয়েবসাইটে হলুদ রঙ ব্যাবহার করেছে?
সে যাই হোক রঙ যেমনই হোক সেটা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে।আমরা কাজ করতে পারলেই হল।Univox তাঁদের ওয়েবসাইটে প্রতিটা সার্ভের জন্য আপনাকে মাক্সিমাম ২ ডলার পেমেন্ট করে থাকে এবং প্রতিটা সার্ভে কমপ্লিট করতে আপনার সর্বচ্চো ১০ মিনিট সময় লাগতে পারে।এছারাও এই ওয়েবসাইটটি ব্যাবহার করতে গেলে অনেক মজার মজার জিনিস আপনার চোখে পরবে।
(৮) Survey Savvy
আপনি যদি একদম বেকার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটে সার্ভের কাজ শুরু করতে পারেন।কারন আমি উপরে যে ৭ টি সার্ভে সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তার মধ্য এই ওয়েবসাইটটি সব চাইতে কম পেমেন্ট দিয়ে থাকে।আপনি Survey Savvy ওয়েবসাইটে সার্ভের কাজ করে প্রতি সপ্তাহে মাত্র ১ ডলার থেকে ৫ ডলার আয় করতে পারবেন।আমার নিজের কাছে এই পরিমাণ আয় অনেক কম মনে হয়েছে।তবে এই ওয়েবসাইটও কিন্তু অনেক ট্রাসটেড।সুতরাং আরনিং কম হলেও সেটা যে আপনি শতভাগ পেমেন্ট পাবেন এই গ্যারান্টি আমি আপনাকে দিতেই পারি।Survey Savvy ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে চাইলে আপনাকে এই লিংকে ক্লিক করে তাঁদের ওয়েবসাইটে যেয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
শেষ কথা
আমি এতক্ষণ আপনাদের সাথে উপরে যে ৮ টি সার্ভে করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করলাম তাঁরা দীর্ঘ সময় ধরে অনলাইনে আছে এবং তাঁদের ওয়ার্কারদের নিয়মিত পেমেন্ট করে আসছে।সুতরাং তাঁরা যে অনেক বিশ্বস্ত এটা আপনাকে ১০০% নিশ্চয়তা দিতে পারি।তবে আপনি যখন কোন সার্ভে ওয়েবসাইটে কাজ করার জন্য মনস্থির করবেন তখন অবশ্যই তাঁদের পলিসি ভালো করে পড়ে নিবেন এবং দেখেবন যে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে তাঁদের সাইটে সার্ভের কাজ করার অনুমতি আছে কিনা।যদি অনুমতি থাকে তাহলে আপনি কাজ শুরু করতে পারেন আর যদি অনুমতি না থাকে তাহলে কোন রকমের চালাকি করে কাজ করতে যাবেন না।প্রয়োজনে যে দেশের অনুমতি আছে সেই দেশে ভার্চুয়াল কম্পিউটারের মাধ্যমে কাজ করবেন।