ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গতি বাড়ানোর জন্য কিছু মাস্টার টিপস

আপনি জানলে অবাক হবেন যে আমাদের সম্পূর্ণ ইন্টারনেট জগতে যত ওয়েবসাইট আছে তার মধ্য প্রায় ৮০% এর বেশী ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি।এত বেশী ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হওয়ার একটাই কারন সেটা হল ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করার জন্য ফ্রিতেই এত সুন্দর থিম এবং প্লাগিনস পাওয়া যায় যে আপনার পোগ্রামিং জ্ঞান না থাকেলেও ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে খুব সহজেই একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

আর এই থিম এবং প্লাগিনস ফ্রিতে পাওয়ার কারনে আমরা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার সময়ে আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশী প্লাগিনস ব্যাবহার করে ফেলি অথবা অনেক স্লো কোন থিম আমাদের সাইটে ব্যাবহার করি।আর এই অতিরিক্ত থিম এবং প্লাগিনস ব্যাবহার করার কারনে আমাদের ওয়েবসাইটের গতি কমে যায়।

আমি আমার আজকের এই লেখায় আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো মেনে চললে আপনার সাইটও অনেক সুন্দর হবে আবার আপনার ওয়েবসাইটের গতিও ঠিক থাকবে।তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমারা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গতি ভালো রাখতে পারি।

কেন আমাদের সাইটের স্পিড ঠিক রাখতে হবে?

কোন ওয়েবসাইট কতটা দ্রুত লোড হয় তার উপরে নির্ভর করে গুগল সেই ওয়েবসাইটকে তাঁদের সার্চ পেজে র‍্যানক প্রদান করে।কারন ওয়েবসাইটের স্পিড সরাসরি ইউজার এক্সপেরিয়েন্সের সাথে যুক্ত।এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে এই আর্টিকেলে

আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইটের স্পিড ভালো রাখতে নিচের টিপস গুলো অনুসরন করুন

(১) ভালো মানের হোস্টিং ব্যাবহার

আপনি যখন আপনার সাইটের জন্য হোস্টিং কিনবেন তখন অবশ্যই খুব ভালো মানের কোন হোস্টিং কেনার চেষ্টা করবেন।কারন যেকোনো ওয়েবসাইটের ভালো স্পিড পাবার জন্য অবশ্যই হোস্টিং অনেক ভালো হতে হবে।আপনার হোস্টিং যদি স্লো হয় তাহলে আপনি আপনার ওয়েবসাইটে যতই ভালো থিমস এবং কম প্লাগিন্স ব্যাবহার করেন না কেন আপনি আপনার সাইটের স্পিড বাড়াতে পারবেন না।সুতরাং, ওয়েবসাইটের স্পিড ঠিক রাখতে চাইলে আমাদের অবশ্যই ভালো কোন হোস্টিং কোম্পানি থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন হোস্টিং কিনতে হবে।

(২) লাইট ওয়েট থিম ব্যাবহার করতে হবে

আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য থিমস নির্বাচন করব তখন আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে।প্রথমত আমাদের দেখতে হবে আমারা যে বিষয়ে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব সেই বিষয়ের সাথে সিলেক্ট করা থিম রিলেটেড কিনা।আর দ্বিতীয়ত, আমরা যে থিম নির্বাচন করছি সেই থিমসটি লাইট ওয়েট কিনা।যদি আপনার নির্বাচন করা থিম এই দুইটি শর্ত পূর্ণ করে তাহলে আপনি চোখ বন্ধ করে সেই থিমস ব্বেওহার করতে পারেন।আশা করি এই দুইটি শর্ত পূর্ণ করা থিম আপনার নআপনার ওয়েবসাইটের স্পিডে কোন খারাপ প্রভাব ফেলবে না।অনেক থিমস আছে যেগুলো দেখতে অনেক সুন্দর হলেও সেগুলো যদি অনেক স্লো লোড হয় তাহলে সেসব থিম ওয়েবসাইটে ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে।

(৩) অতিরিক্ত প্লাগিন্স ব্যাবহার না করা

আমরা আমাদের অজ্ঞতার কারনে অনেক সময় ছোট ছোট প্রয়োজনে অতিরিক্ত অনেক প্লাগিন্স ব্যাবহার করি।আপনি যত বেশী প্লাগিন্স ব্যাবহার করবেন ততবেশী আপনার সাইট স্লো হবে।আপনার যদি কোন প্রয়োজনে প্লাগিন্স ব্যাবহার করার দরকার পরে তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে সেই কাজটি কোন কোড ব্যাবহার করে করা যায় কিনা।

উদাহরন সরূপ যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটের কমেন্ট বক্স অফ করে দিবেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসে এমন অনেক প্লাগিন্স পাবেন যেগুলো দিয়ে আপনার ওয়েবসাইটের কমেন্ট বক্স সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন।তবে আপনি কি জানেন এই কাজটি মাত্র কয়েক লাইন কোড দিয়ে করা যায়।কমেন্ট বক্স অফ করাটা আমি এখানে শুধু আপনাকে বুঝানোর জন্য বললাম।

এখন আমরা যদি কমেন্ট বক্স কোড ব্যাবহার করে বন্ধ করতে চাই তাহলে আমরা সেই কোড কিভাবে খুঁজে পাব?এই কোড খুঁজে পাওয়ার জন্য আপনাকে গুগলে যেয়ে “WordPress Comment Off Function Php” লিখে সার্চ করলে আপনি অনেক সাইট পাবেন যারা কিভাবে কোড দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কমেন্ট অফ করতে হয় সেই বিষয়ে লিখেছে।

আপনি যে কাজটি প্লাগিন্স এর পরিবর্তে কোড ব্যাবহার করে করতে চান সেই কাজের নাম লিখে উপরে বলে দেওয়া কী-ওয়ার্ড মত করে সার্চ দিলেই আপনি কোড পেয়ে যাবেন।

(৪) ক্যাশ প্লাগইন্স ব্যাবহার করা

ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড বাড়ানোর জন্য আমরা চাইলে বিভিন্ন ক্যাশ প্লাগইন্স ব্যাবহার করতে পারি।ক্যাশ প্লাগিন্স এর সাহায্যে অনেক ফাংশন আমরা বাদ দিতে/অপটিমাইজ করতে পারি আমাদের থিম এবং প্লাগিন্স থেকে।ওয়ার্ডপ্রেসের ফ্রি ক্যাশ প্লাগিন্স পাওয়া যাবে এখানে

(৫) সিডিএন ব্যাবহার করা

আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য চাইলে সিডিএন বা কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যাবহার করতে পারি।সিডিএন ব্যাবহার করার সুবিধা হল আপনার ওয়েবসাইটের ভিসিটর যখন যে এরিয়া (দেশ বা মহাদেশ) থেকে আপনার ওয়েবসাইট ভিসিট করবে তখন সিডিএন বা কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আপনার সেই ভিসিটরকে তার নিকটতম সিডিএন সার্ভার থেকে আপনার ওয়েবসাইট তার ইন্টারনেট ব্রাউজারে লোড করবে, ফলে সে সার্ভারের কাছাকাছি এলাকায় থাকার ফলে দ্রুত আপনার ওয়েবসাইটের ডাটা দেখতে পারবে।

সিডিএন পেইড অথবা ফ্রি উভয় ধরনের হতে পারে।আপনার যদি খুব বেশী ভিসিটর না থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দিব ফ্রি সিডিএন ব্যাবহার করার জন্য।আমি আপনাকে এখানে ফ্রি দুইটি সিডিএন এর নাম বলে দিচ্ছি।

  1. Cloudflare
  2. NitroPack

শেষ কথা

আমি আজকের এই পোস্টে আপনাদের সাথে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড ঠিক রাখার জন্য যে পাঁচটি টিপসশারে করলাম আপনি যদি এই টিপস গুলো মেনে কোন সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেন তাহলে আপনার ওয়েবসাইট কখনো স্পিড জনিত সমস্যার সম্মুখীন হবে না আশা করা যায়।