অনেক আগে থেকেই প্রযুক্তি জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছিল এবং আমরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সুবিধা গুলোও নিজেদের অজান্তেই ব্যবহার করছিলাম।কিন্তু সাম্প্রতিক সময়ে ওপেন এআই এর চ্যাট জিপিটি সবার জন্য উন্মুক্ত হবার পরেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বেশ ভালো ভাবে জানার সুযোগ পাচ্ছি এবং আমাদের মাঝে অনেকেই চ্যাট জিপিটি এবং এই ধরনের আরও বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিনিয়ত ব্যবহার করছে।
যত দিন যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোর ব্যবহারকারী দিন দিন বেড়েই চলেছে।আর এই কারনে মাইক্রোসফট এবার ফ্রিতে পেশাজীবীদের আরও বেশী দক্ষ করে তোলার জন্য সঠিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের উপরে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আর এই প্রশিক্ষণে মাইক্রোসফট এবং লিংকডইন একসাথে কাজ করবে বলে জানানো হয়েছে।সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো পেশার যেকেউ লিংকডইনের মাধ্যমে মাইক্রোসফটের এই ফ্রি কোর্স গুলো করতে পারবে।
কেট বেনকেন মাইক্রোসফটের কর্পোরেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত আছেন।মাইক্রোসফটের এই কর্মকর্তা তাঁর লিংকডইন পোস্টের মাধ্যমে জানিয়েছে মাইক্রোসফট এখন থেকে লিংকডইন লারনিং এর সাথে যৌথভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে ট্রেনিং প্রদান করবে।
আরও পড়ুনঃ চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল নিয়ে আসলো ডিপমাইন্ড
এছারাও মাইক্রোসফট গবেষণা প্রতিষ্ঠান গুলোর জন্য জেনারেটিভ এআই স্কিলস গ্রান্ট চ্যালেঞ্জ নামের একটি তহবিল তৈরি করেছে।যেসব প্রতিষ্ঠান এখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে সেই সব প্রতিষ্ঠান গুলোকে এই তহবিল থেকে অনুদান দেওয়া হবে।একই সাথে এই প্রতিষ্ঠান গুলো সরাসরি মাইক্রোসফট এবং গিটহাবের বিশেষজ্ঞদের কাছে থেকে সরসরি দিক নির্দেশনা এবং প্রশিক্ষণ পাবে।
গ্যাজেটস নাউয়ের একটি আর্টিকেলের মাধ্যমে জানা গেছে, অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণ গ্রহন করলে প্রশিক্ষণ গ্রহনকারী এআই প্রযুক্তি বিষয় সম্পর্কে আরও বেশী জানতে পারবে এবং সেগুলোকে কিভাবে তাঁদের প্রতিষ্ঠানের প্রয়োজনে সঠিকভাবে ব্যবহার করবে সেই বিষয়ে বাস্তব কৌশল শিখানো হবে।এছারা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ গ্রহনকারীদেরকে সনদ প্রদান করা হবে।
প্রাথমিক পর্যায়ে এই প্রশিক্ষণ শুধুমাত্র ইংরেজি ভাষাতে দেওয়া শুরু করা হবে এবং পর্যায়ক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক এই প্রশিক্ষণ পর্তুগিজ,ফ্রেঞ্চ,স্প্যানিশ,চাইনিজ,জাপানিজ এবং জার্মান ভাষাতে দেওয়া হবে এবং এই প্রশিক্ষণটি আগামী ২০২৫ সাল পর্যন্ত ফ্রিতে প্রদান করবে মাইক্রোসফট।
আরও পড়ুনঃ চ্যাট জিপিটি ব্যবহার করে ইমেইল কভার লেটার থেকে শুরু করে কোডিং যেভাবে লিখে নিবেন
তথ্য সূত্রঃ গ্যাজেটস নাউ ডট কম