বাই মি এ কফি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আয় করা যায়?

এতদিন আপনি হয়ত আপনার লেখাগুলো থেকে আয় করার জন্য বিজ্ঞাপন সহ আরও অনেক উপায় সম্পর্কে জেনে এসেছেন অথবা আপনি নিজেও আপনার লেখা আর্টিকেল গুলো বিজ্ঞাপন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে মনিটাইইজ করে এসেছেন।কিন্তু আপনি জানেন কি বাই মি এ কফি ওয়েবসাইট লেখক এবং পাঠকদের সাথে যুক্ত করে অর্থ উপার্জন করার সুযোগ প্রদান করে?

আমি আজকের এই পোস্টে আমার লেখার মাধ্যমে আপনাদের কে জানানোর চেষ্টা করব কিভাবে আমরা বাই মি এ কফি সাইটটির মাধ্যমে কিভাবে আমরা আমাদের লেখার পাঠকের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারি এবং টাকা আয় করতে পারি।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।

আপনি যদি আজকেই বাই মি এ কফি ওয়েবসাইটের নাম প্রথম শুনে থাকেন তাহলেও কোন সমস্যা নাই।এই ওয়েবসাইট আপনাকে আপনার লেখার যারা ভক্ত তাদের কাছে থেকে ভালো সমর্থন এবং টাকা আয় করার সুযোগ তৈরি করে দেয়।আমার পরিচিত একজন লেখক এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক ভালো পরিমানের টাকা আয় করে থাকে।এবং তার কাছে থেকেই তথ্য সংগ্রহ করে এই লেখাটি সাজানো হয়েছে।এবং সে বলেছে এই ওয়েবসাইট তার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করেছে।

আপনি যদি বাই মি এ কফি ওয়েবসাইটে আপনার প্রোফাইল সেটআপ করেন তাহলে আপনাকে কোন ই-কমার্স সাইটের মত কোন ধরনের পেমেন্ট সিস্টেম সেটআপ করতে হবে না।কারন পেমেন্ট সংক্রান্ত সকল সেটআপ বাই মি এ কফি ওয়েবসাইট আগে থেকেই সেটআপ করে রেখেছে।এছারাও আপনি এখানে আপনার ইচ্ছা মত ভার্চুয়াল কফির দাম নির্ধারণ করতে পারেন।

বাই মি এ কফি ওয়েবসাইটের মাধ্যমে শুধু লেখক না আপনি যদি একজন ইউটিউবার অথবা সঙ্গীত শিল্পী-মিউজিশিয়ান,পডকাস্টার এবং এমনকি কোন অলাভজনক প্রতিষ্ঠানেরও কেউ হয়ে থাকেন তাহলেও এই ওয়েবসাইট ব্যাবহার করে আয় করতে পারবেন।আর এই আয় করার জন্য বাই মি এ কফি ওয়েবসাইট আপনার কাছে থেকে কোন ধরনের মাসিক চার্জ গ্রহন করবে না।শুধু তারা আপনার আয় করা অর্থ থেকে ৫% কেটে নিয়ে আপনাকে ৯৫% পেমেন্ট করবে।

আমার পরিচিত সেই লেখকের মতে,এই ওয়েবসাইট অনেক নিরাপদ এবং নির্ভর করার মত একটি সাইট।এবং তারা সাজেশন হল যদি আপনার সৃষ্টি করা কর্ম যদি কারও উপকারে লাগে তাহলে অবশ্যই আপনি তাঁকে একটি কফি কেনার ব্যাপারে অনুরোধ করতে পারেন এবং নিশ্চিত সে উপকৃত হলে সে আপনার জন্য একটি ভার্চুয়াল কফি অর্ডার করবেই।

বাই মি এ কফি ওয়েবসাইট সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

কে বাই মি এ কফি ওয়েবসাইট ব্যাবহার করতে পারবে?

আমি উপরের আলোচনার মধ্যই বলেছি আপনি লেখক ,ইউটিউবার অথবা সঙ্গীত শিল্পী-মিউজিশিয়ান,পডকাস্টার এবং এমনকি কোন অলাভজনক কোন প্রতিষ্ঠান হলেও বাই মি এ কফি ওয়েবসাইট ব্যাবহার করতে পারবেন।এই মুহূর্তে এখানে এই পেশা গুলোর প্রায় ৩০০০০০ ক্রিয়েটর এবং তাদের লক্ষ লক্ষ সাপোর্টাররা এখানে আছে এবং তারা তাদের পছন্দের ক্রিয়েটরদের জন্য ভার্চুয়াল কফি কিনে সমর্থন করে যাচ্ছে।

আমি কিভাবে এই ওয়েবসাইট থেকে পেমেন্ট পাব?

বাই মি এ কফি ওয়েবসাইট আপনাকে আপনার আয় করা অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টে সেন্ট করে থাকে।বাই মি এ কফি থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনার কোন ন্যূনতম পেমেন্ট অপশন নেই।অর্থাৎ, আপনি যা আয় করবেন সেটা আপনাকে পে করে দেওয়া হবে।আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল স্ট্রাইপ বাই মি এ কফি ওয়েবসাইটের অফিসিয়াল পার্টনার।

আমার পাঠকরা কিভাবে আমাকে পে করবে?

বাই মি এ কফি ওয়েবসাইট প্রায় সকল ধরনের মেজর ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট গ্রহন করে থাকে।এছারাও তারা অ্যাপল পে এবং গুগল পে থেকেও পেমেন্ট গ্রহন করে থাকে।

বাই মি এ কফি ওয়েবসাইট ব্যাবহার করার জন্য কি আমাকে কোন ধরনের সার্ভিস চার্জ প্রদান করতে হবে?

আপনি যদি ১০০ ডলার আয় করেন তাহলে বাই মি এ কফি তাদের লেনদেন ফি বাবদ ৫ ডলার কেটে নিয়ে আপনাকে ৯৫ ডলার পেমেন্ট করবে।অর্থাৎ, আপনি সব সময় আপনার আয় করা টাকার ৯৫% পেমেন্ট পাবেন আর বাকি ৫% তাদের চার্জ।এছারা তাদের মাসিক কোন চার্জ নেই এবং ইমেইল এবং অনন্যা সকল সেবা ফ্রিতেই ব্যাবহার করা যাবে।

এই ওয়েবসাইট কি নিরাপদ এবং নির্ভরযোগ্য?

বাই মি এ কফি ওয়েবসাইট আপনাকে আপনার ডাটা,ক্রেডিট কার্ড সহ সকল কিছুতে উন্নত ধরনের নিরাপত্তা প্রদান করে থাকে।এছারাও তারা আপনার কোন ডাটা কারও কাছে কখনো বিক্রি করবে না বলে ১০০% গ্যারান্টি প্রদান করে থাকে।

আমার সমর্থকদের সম্পূর্ণ মালিকানা আমার নিজের নাকি তাদের?

যারা আপনাকে বাই মি এ কফি সাইটে সাপোর্ট করবে সেই ইউজার গুলোর সম্পূর্ণ মালিকানা আপনার নিজের।এই কারনে আপনার সমর্থনকারীদের কখন বাই মি এ কফি সাইট থেকে মেইল করা হবেনা।এছারাও আপনি যেকোনো সময় আপনার সাপোর্টারদের সকল তথ্য এক্সপোর্ট করে নিতে পারবেন।

এটি কীভাবে আমার জন্য অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আলাদা?

আপনি যদি বাই মি এ কফি ওয়েবসাইট ব্যাবহার করে টাকা আয় করতে চান তাহলে আপনাকে শুধু  সাইন আপ ছাড়া আর কোন বিশেষ ঝামেলা পোহাতে হয়না।তাছারা এই প্লাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যাবহার করা যায়।এছারাও এই ওয়েবসাইটে আপনাকে যারা সমর্থন করে তাদের সম্পূর্ণ মালিকানাও আপনার হাতেই থাকে।সুতরাং আমার বাই মি এ কফি ওয়েবসাইট কে অন্য যেকোনো সিমিলার প্ল্যাটফর্ম থেকে আলাদা এবং ভালো বলতে পারি।

আমি কি এই প্লাটফর্ম ব্যাবহার করে আমার গুরুত্বপূর্ণ বিজনেস শুরু করতে পারি?

হ্যাঁ অবশ্যই আপনি এখানে আপনার গুরুত্বপূর্ণ বিজনেস শুরু করতে পারেন।যেহেতু এই ওয়েবসাইটের বিশাল একটা ব্যাবহারকারী আছে যারা তাদের পছন্দের ক্রিয়েটরদের নিয়মিত সাপোর্ট করে যাচ্ছে।বাই মি এ কফি ওয়েবসাইটে এমনও ক্রিয়েটর আছে যাদের ইনকাম লাখ ডলারের উপরে।

আমার শেষ কথা

আমার পরিচত সেই লেখকের সাথে কথা বলে আমি যে ইনফর্মেশন গুলো পেয়েছিলাম সেগুলো আমি অনলাইনে যাচাই-বাছাই করে তারপর এই লেখাটি লিখেছি।এবং আমার মনে হয়েছে যে এই ওয়েবসাইট ব্যাবহার করে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।আপনি যদি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে আজকেই একটি বাই মি এ কফি পেজ তৈরি করে চেষ্টা করা এবং আমি আশা করি যারা আপনার তৈরি করা কন্টেন্ট দেখে এবং পড়ে তারা অবশ্যই আপনার জন্য একটি ভার্চুয়াল কফি অর্ডার করবে।