মোবাইলের সহজ লভ্যতার কারনে বর্তমানে আমারা সবাই কম বেশী মোবাইল ফোন ব্যবহার করছি।এবং প্রযুক্তির বিকাশের ফলে আমরা বর্তমানে ইন্টারনেটও ব্যবহার করছি।আমরা যারা ফোন ব্যবহার করি তাঁরা সকলেই কম বেশী অন্তত একবার হলেও মোবাইল ট্র্যাকিং অথবা ফোন ট্র্যাকিং কথাটা শুনেছি।এবং আমরা এত দিন জেনে এসেছি যে মোবাইল ট্র্যাকিং শুধু খারাপ মানুষদের ধরার জন্যই করা হয়ে থাকে (যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে থাকে)।কিন্তু ফোন ট্র্যাকিং এরও যে কিছু সুবিধা থাকতে পারে সেই ব্যাপারে আমরা খুব কম আলোচনায় করতে দেখেছি।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ফোন ট্র্যাকিং কিভাবে কাজ করে এবং ফোন ট্র্যাকিং এর সুবিধা গুলো কি কি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানব।এবং একই সাথে ফোন ট্র্যাকিং কি সেই ব্যাপারেও আলোচনা করব।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে আজকের আর্টিকেল মূল আলোচনা শুরু করা যাক।
ফোন ট্র্যাকিং কি?
ফোন ট্র্যাকিং কে কিছু কিছু সময়ে মোবাইল ট্র্যাকিং অথবা সেল ফোন ট্র্যাকিংও বলা হয়ে থাকে।ফোন ট্র্যাকিং এমন একটি টেকনোলজি যা যেকোনো মোবাইল ফোনের অবস্থান বা লোকেশন খুঁজে বের করতে পারে।এই লোকেশন খুঁজে বের করার জন্য মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের টাওয়ারের সিগন্যাল অথবা জিপিএস ব্যবহার করা হয়ে থাকে।
অর্থাৎ, আমরা বলতে পারি মোবাইল ফোনের লোকেশন খুঁজে বের করার জন্য মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের টাওয়ার অথবা জিপিএস এর সাহায্য নিয়ে যে টেকনোলজির মাধ্যমে কোন ফোনের অবস্থান নির্ণয় করা হয় তাকে ফোন ট্র্যাকিং বলে।
ফোন ট্র্যাকিং কিভাবে কাজ করে?
এখন পর্যন্ত যত রকমের ফোন ট্র্যাকিং সিস্টেম তৈরি করা হয়েছে তাঁর প্রায় সব গুলোই জিপিএস সিস্টেম ব্যবহার করে যেকোনো ফোনের অবস্থান নির্ণয় করে।আবার আমরা ফোনে যখন যেই ফোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করি তখন সেই কোম্পানির মোবাইল নেটওয়ার্ক (টাওয়ার) ব্যবহার করেও যেকোনো ফোনের অবস্থান নির্ণয় করা যেতে পারে।তবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে জনবহুল এলাকায় সহজে ট্র্যাকিং এর কাজ সহজে করা গেলেও দুর্গম এলাকায় জিপিএস ছাড়া একদমই সম্ভব নয়।
আমি এই আর্টিকেলে জিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না কারন তাতে করে এই আর্টিকেল অনেক বড় হয়ে যাবে।আপনি যদি জিপিএস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পড়তে পারেন এই আর্টিকেলটি- জিপিএস (GPS) কি?জিপিএস কিভাবে কাজ করে?জিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য
ফোন ট্র্যাকিং এর সুবিধা গুলো কি কি?
ফোন ট্র্যাকিং এর কারনে ব্যাক্তিগত তথ্য বেহাত হবার আশঙ্কা থাকলেও এর বেশ কিছু অসুবিধা রয়েছে।আর আপনি যদি ফোন ট্র্যাকিং এর এই সুবিধা গুলোর কথা জানেন তাহলে ফোন ট্র্যাকিং এর যে অসুবিধা গুলো আছে সেটা আপনার কাছে কিছুই মনে হবেনা।তাহলে চলুন ফোন ট্র্যাকিংয়ের সুবিধা গুলো জেনে নেওয়া যাক।
(১) যদি কোন ব্যাক্তি কখনো হারিয়ে যায় তাহলে উদ্ধারকারী দল তাঁর ফোনটি মোবাইল টাওয়ার অথবা জিপিএস এর মাধ্যমে ট্র্যাকিংয়ে যুক্ত করে তাঁর মূল অবস্থান নির্ধারণ করে তাকে দ্রুত বিপদ সংকুল পরিবেশ থেকে উদ্ধার করতে পারে।
(২) এমন কিছু অ্যাপস এবং সফটওয়্যার আছে যেগুলো আমাদেরকে একে অপরকে ট্রাক করার মত সুবিধা প্রদান করে।এই রকম একটি অ্যাপস হল আই ফোনের ফাইন্ড মাই ফ্রেন্ডস অ্যাপ।বেশী জনবহুল এলাকায় এই ধরনের অ্যাপস গুলো দারুন উপকারী।
(৩) আবার বর্তমানে এমন কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনার বাচ্চা স্কুলে অথবা বাহিরে গেলে অথবা আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যদি বাহিরে থাকেন তাহলে আপনি সহজেই এই অ্যাপস গুলোর মাধ্যমে আপনার বাচ্চার অবস্থান ট্র্যাকিং করতে পারবেন।
(৪) বর্তমানে মার্কেটিংয়ের কাজ যারা করেন তাঁদের অবস্থান ট্রাক করার জন্য ফোন ট্র্যাকিং করা হয়।ফোন ট্র্যাকিং এর মাধ্যমে কোম্পানির বড় বড় কর্তারা অফিসে বসেই তাঁদের কর্মীদের অবস্থান জানতে পারে।