অনলাইন থেকে আয় করার জন্য আপনার যে একটি ওয়েবসাইট থাকতেই হবে ব্যাপারটা কখনই এমন নয়।আপনি অনেক সময় আপনার নিজের কোন ওয়েবসাইট না থাকলেও অনলাইন থেকে আয় করতে পারবেন।তবে কাজটি আপনাকে অবশ্যই সঠিক ভাবে করতে হবে।
আজকের এই লেখায় আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা পিন্টারেস্ট থেকে আমাদের ওয়েবসাইট না থাকলেও আয় করতে পারি।আমরা যদি পিন্টারেস্ট থেকে আয় করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটি ধাপে কাজটি করতে হবে।যেমনঃ
- পিন্টারেস্টে সাইন আপ করতে হবে
- পিন্টারেস্টে আমাদের নিশ রিলেটেড একটি বোর্ড তৈরি করে নিতে হবে
- নিয়মিত পিন/পোস্ট করতে হবে
- আমাদের নিশ রিলেটেড প্রোফাইল/বোর্ড গুলোতে একটিভ থাকতে হবে এবং তাঁদের করা পিনকে রি-পিন করতে হবে
উপরে চারটি ধাপের মাধ্যমে আমরা পিন্টারেস্ট থেকে আমাদের ওয়েবসাইট ছাড়াই আয় করতে পারি।এখন আমি আপনাদের সাথে উপরের চারটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
পিন্টারেস্ট থেকে আয় করার জন্য নিচের পদ্ধতি অনুসারে আমাদেরকে আমাদের পিন্টারেস্ট প্রোফাইল তৈরি করতে হবেঃ
(১) পিন্টারেস্টে সাইন আপ করা
আমরা যেকোনো ওয়েবসাইট (বিশেষ করে সোশ্যাল ওয়েবসাইট) ব্যাবহার করতে চাইব তখন অবশ্যই আমাদ্দের সেই ওয়েবসাইটের নিবন্ধন করা ইউজার হতে হবে। আর এখানে আমরা যেহেতু পিন্টারেস্টে কাজ করব সেহেতু আমাদেরকে অবশ্যই প্রথমে পিন্টারেস্টে নিবন্ধন করে নিতে হবে।আপনার যদি পিন্টারেস্টে পূর্বে সাইন আপ না করা থাকে তাহলে এই লিংকে যেয়ে সাইন আপ করে নিতে পারবেন।
সাইন আপ করার সময়ে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যখন পিন্টারেস্টে সাইন আপ করবেন তখন অবশ্যই সেটা বিজনেস অ্যাকাউন্ট হিসাবে তৈরি করে নিবেন।কারন বিজনেস প্রোফাইল তৈরি না করলে আপনি আয় করার জন্য কোন কাজ করতে পারবেন না।কিভাবে পিন্টারেস্টে বিজনেস প্রোফাইল তৈরি করতে হয় সেটা এখান থেকে জেনে নিতে পারবেন।
আবার আপনার যদি আগে থেকেই পিন্টারেস্টে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেই অ্যাকাউন্ট ব্যাবহার করেও আপনি পিন্টারেস্টে আয় করার জন্য কাজ করতে পারবেন।তবে এই খেত্রেও আপনাকে স্মরণ রাখতে হবে যে আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টটি যেন বিজনেস অ্যাকাউন্ট হয়।আপনার পূর্বের তৈরি করা পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট হয় তবে এই অ্যাকাউন্টকে আপনার বিজনেস প্রোফাইলে কনভার্ট করে নিতে হবে।কিভাবে পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট কে বিজনেস প্রোফাইলে পরিবর্তন করতে পারবেন সেটা জানতে এই আর্টিকেলটি পড়ুন।
(২) নিশ রিলেটেড পিন্টারেস্ট বোর্ড তৈরি করা
আমরা পিন্টারেস্টে আমাদের বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে জেনেছি এবং আমি আশা করছি আপনারা ইতিমধ্য একটি বিজনেস প্রোফাইল তৈরি করে নিয়েছেন।এখন আমাদেরকে একটি নিশ রিলেটেড একটি পিন্টারেস্ট বোর্ড তৈরি করতে হবে।আমরা ধরে নিচ্ছি আমাদের নিশ হল পোষা প্রাণী রিলেটেড এবং এখানে পোষা প্রাণী গুলোর কিভাবে যত্ন নিতে হয় সেই সম্পর্কিত তথ্য শেয়ার করা হবে তাহলে আমাদের বোর্ডের নাম হতে পারে Pet Care And Feeding Suggestions.এখানে এই নামটি শুধু আপনাদের বুঝানোর জন্য ব্যাবহার করা হয়েছে।আপনি এখানে নাম ব্যাবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনার নিশ রিলেটেড কোন নাম ব্যাবহার করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার বোর্ড নামটি যেন ইউনিক হয়।কিভাবে একটি পিন্টারেস্ট বোর্ড তৈরি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত সচিত্র তথ্য পাওয়া যাবে ALPHR এর এই আর্টিকেলে।
স্পেশাল টিপসঃ
১. কখনো একটি বোর্ড তৈরি করবেন না।
২. আপনার নিশ রিলেটেড ৪-৫ টি বোর্ড তৈরি করে নিবেন।
৩. আপনার বোর্ড নাম গুলো অবশ্যই ইউনিক রাখার চেষ্টা করবেন।
৪. মনে রাখবেন কাউকে কপি করে কিছু করা যায় না।বরং ইউনিক কিছু করলে আপনার বোর্ড ব্যাবহারকারীদের কাছে আপনার বিশ্বস্ততা বাড়বে।
৫. পিন্টারেস্টের বেশীরভাগ ব্যাবহারকারী মেয়ে সুতরাং মেয়েরা পছন্দ করে এমন নিশ নিয়ে কাজ করলে আপনি দ্রুত সফল হতে পারবেন।
(৩) বোর্ডে নিয়মিত পিন করা
আমরা আমাদের কাজ করার জন্য পিন্টারেস্টে আমাদের বিজনেস প্রোফাইল তৈরি করেছি এবং আমাদের নিশ রিলেটেড বোর্ড তৈরি করে নিয়েছি।এখন আমাদের বোর্ডে নিয়মিত পোস্ট করতে হবে।আপনার বোর্ডে পিন পোস্ট করতে প্রথমে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগিন থাকা অবস্থায় পিন্টারেস্টের সার্চ বক্সে আপনার নিশ রিলেটেড কী-ওয়ার্ড লিখে সার্চ করে যে ছবি,ভিডিও অথবা লেখা পাবেন সেইগুলা থেকে সব চাইতে বেশী রিচ পাওয়া পিন গুলা থেকে সেরা ২ টি পিন প্রতিদিন আপনার বোর্ডে রি-পোস্ট করতে হবে।এখন আপনি যে কয়টা বোর্ড তৈরি করবেন তার প্রতিটা বোর্ডে ২ টি করে পিন করবেন।এভাবে ১৫-২০ দিন নিয়মিত পিন করলে আশা করা যায় একটা ভালো পরিমানের ফলোয়ার আপনার পিন্টারেস্টের বোর্ড গুলোতে পেয়ে যাবেন।
স্পেশাল টিপসঃ
১. যেহেতু আমাদের পিন্টারেস্টের এই বিজনেস প্রোফাইল নতুন সেহেতু প্রতিদিন ২ টির বেশী পিন পোস্ট না করাই ভালো।
২. বোর্ড তৈরি করার ১৫-২০ দিন পর থেকে নিজের তৈরি করা কন্টেন্ট পোস্ট করা শুরু করতে হবে।
(৪) নিশ রিলেটেড প্রোফাইল/বোর্ড গুলোতে একটিভ থাকা
আমারা পিন্টারেস্ট থেকে ওয়েবসাইট ছাড়া আয় করার জন্য ইতিমধ্য পিন্টারেস্টে বিজনেস প্রোফাইল তৈরি,বোর্ড তৈরি এবং কিভাবে পিন পোস্ট পাবলিশ করতে হবে সেই সম্পর্কে উপরের আলোচনা মাধ্যমে জেনেছি।এই কাজ গুলোর পাশাপাশি আমাদের নিশ রিলেটেড পিন্টারেস্টে যে আরও বোর্ড আছে সেগুলোতে একটিভ থাকতে হবে।আপনি যখন এই বোর্ড গুলোতে একটিভ থাকবেন তখন আপনি এখান থেকে আপনার নিজের বোর্ডের জন্য কি ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে সেই সম্পর্কে একটা ভালো ধারনা পাবেন।সুতরাং নিশ রিলেটেড বোর্ড গুলোতে জয়েন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
কিভাবে ওয়েবসাইট ছাড়া পিন্টারেস্ট থেকে আয় করবেন?
আপনি যদি উপরের সকল স্টেপ সম্পূর্ণ করে থাকেন এবং আপনার পিন্টারেস্ট বোর্ডে একটা ভালো পরিমানের ফলোয়ার হয়ে যায় তাহলে এখন আপনি আপনার পিন্টারেস্ট বোর্ড থেকে আয় করার জন্য কাজ শুরু করতে পারেন।মূলত পিন্টারেস্ট বোর্ড থেকে তিনটি উপায়ে আয় করার সুযোগ আছে।সেগুলো হলঃ
(১) আপনার নিজের ওয়েবসাইটের লিংক শেয়ার করে আয়
(২) পিন্টারেস্ট ইনভাইট সেল করে আয় এবং
(৩) কাস্টম পিন সেল করে আয়
আপনার যেহেতু নিজের কোন ওয়েবসাইট নাই সেহেতু আমি এখানে ইনভাইট সেল করে আয় এবং কাস্টম পিন সেল করে আয় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।
ইনভাইট সেল করে আয়
এই পদ্ধতিতে আয় করতে চাইলে প্রথমে আপনাকে আপনার যে নিশ রিলেটেড বোর্ড সেই নিশ রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করতে হবে এবং তাঁদের সাথে যোগাযোগ করার ই-মেইল খুঁজে বের করতে হবে।এখন তাঁদেরকে আমাদের পিন্টারেস্ট বোর্ডের যাবতীয় তথ্য সহ তাঁদেরকে মেইল করতে হবে।এবং মেইলে এটাও বলে দিতে হবে কেন তাঁরা আপনার বোর্ড থেকে ইনভাইট কিনবে এবং তাঁরা কিভাবে এটা থেকে লাভবান হতে পারবে।যদি আপনি তাঁদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন তাঁরা অবশ্যই আপনার থেকে ইনভাইট কেনার জন্য রাজি হবে।
কাস্টম পিন সেল
এই পদ্ধতিও অনেকটা ইনভাইট সেল করার মতই।প্রথমে আপনাকে আপনার নিশ রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করে তাঁদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাঁদেরকে আপনার কাছে থেকে কাস্টম পিন প্লেস কেনার জন্য অফার করতে হবে।এরপরে তাঁরা রাজি হলে তাঁরা তাঁদের ওয়েবসাইটের যে পোস্টের জন্য কাস্টম পিন প্লেস কিনতে চাইবে সেই পোস্ট রিলেটেড ছবি তৈরি করে আপনার পিন্টারেস্ট বোর্ডে পিন করতে হবে এবং পিন করার সময় সাইটের ইউআরএল দেওয়ার জায়গায় তাঁদের সেই আর্টিকেলের লিংক দিয়ে দিতে হবে।
শেষ কথা
আমরা আজকের এই লেখা থেকে জানলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট ছারাও পিন্টারেস্ট ব্যাবহার করে অনলাইন থেকে আয় করতে পারি।আমরা জানি যে টাকা ইনকাম করা কোন সহজ বিষয় নয় টাই এই আর্টিকেল পড়ে আপনার কাছে বিষয়টা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়।আমি এখানে শুধু আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে মূলত পিন্টারেস্ট থেকে আয় করা যায়।কিন্তু আপনাকে কাজটি অবশ্যই খুব সতর্কতার সাথে করতে হবে তবেই আপনি এখানে সফল হতে পারবেন।