ঢাকা, ৮ মে ২০২৫ — সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ভোররাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সূত্র জানায়, তিনি রাত ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে যাত্রা করেন।
রাত ১২টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। আইনগত কোনো বাধা না থাকায় পরে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকলেও তাতে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। ফলে তার বিদেশযাত্রায় বাধা ছিল না। আরও জানানো হয়, তার কাছে কোনো ফিরতি টিকিট ছিল না এবং তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বলে উল্লেখ করেছেন।
এ ঘটনা ঘিরে বিমানবন্দরে আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়।
একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “উনি একজন ভালো মানুষ। উনার মতো সবাই যদি রাজনীতি করতেন, তাহলে আজ আওয়ামী লীগের এ অবস্থা হতো না। এমনকি বিরোধীদলেরও তার প্রতি কোনো বিরূপ মনোভাব ছিল না।”
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকেই আবদুল হামিদ দেশে অবস্থান করছিলেন। দীর্ঘদিন পর এবারই প্রথম তিনি বিদেশে গেলেন।