শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুর একটার দিকে উপজেলার পাঁচগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষক গোলাম মোস্তফা (৬০) ওই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক গোলাম মোস্তফা বৃহস্পতিবার দুপুরে পাঁচগাঁও বাজারের নিকটবর্তী একটি বোরো ধানক্ষেতে কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বজ্রাঘাতে কৃষক গোলাম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য সূত্র: দৈনিক জনকণ্ঠ