সাবেক কাউন্সিলর পুলিশ দেখে পালাতে গিয়ে মারা গেলেন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) গতকাল রাতে দাসপুকুর এলাকায় পুলিশের উপস্থিতি দেখে পালাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

নিহতের পরিবারের দাবি অনুযায়ী, পুলিশ দেখে পালাতে গিয়ে কামাল হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, তারা কামাল হোসেনকে ধরতে সেখানে যাননি, তারা অন্য একটি কাজে দাসপুকুর এলাকায় গিয়েছিলেন।

কামাল হোসেন ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গত ৫ আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে অথবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

কামাল হোসেনের ছেলে সোহান হোসেন শাকিল জানান, রাতের দিকে পুলিশ তাদের এলাকায় এসেছিল। পুলিশ দেখে তার বাবা তবজুল হক নামক এক ব্যক্তির বাড়িতে গিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠতে যান। কিন্তু সিঁড়িতে উঠতে উঠতে তিনি অসুস্থ হয়ে পড়ে মারা যান।

নগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল এবং তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ দাসপুকুর এলাকায় রাতে একটি কাজের জন্য গিয়েছিল। তবে তারা জানত না যে কামাল হোসেন সেখানে আছেন। পুলিশ দেখেই তিনি পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবার বর্তমানে লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।

কামাল হোসেনের রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বিএনপির সদস্য ছিলেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি সরকারি দলের রাজনীতিতে যোগ দেন, যদিও তার দলের কোনো পদ ছিল না।

তথ্যসূত্র: দৈনিক সমকাল