মার্টিনেজের বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা হবে না


ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ৩-৩ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। এই ফলাফলটি তাদের জন্য কিছুটা হলেও সুবিধাজনক, কারণ তারা বার্সার মাঠ থেকে সমতা নিয়ে ফিরেছে। তবে, এই ফলাফল সত্ত্বেও ইন্টার মিলান বড় এক চিন্তা নিয়ে দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে রয়েছে—তারা তাদের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে পাবে কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা।

বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল লাওতারো মার্টিনেজকে। প্রথমার্ধের সময় তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় কোচ সিমোন ইনজাঘি তাকে দ্বিতীয়ার্ধে বদলি করেন এবং মাঠে নামান মেহদি তারিমিকে।

আগামী ৬ মে রাতে ইন্টার মিলান এবং বার্সেলোনা দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে। এই ম্যাচে লাওতারো মার্টিনেজের উপস্থিতি নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যায়নি। ইন্টার কোচ সিমোন ইনজাঘি জানিয়েছেন, ‘লাওতারো পায়ে কিছুটা অস্বস্তি বোধ করছিল। আমরা আগামীকাল তার আরও কিছু পরীক্ষা করানোর পর পুরো পরিস্থিতি বুঝতে পারবো। তবে, দ্বিতীয় লেগে তার খেলা খুবই অনিশ্চিত।’

ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, ‘আমরা সান সিরোর ৭৫ হাজার দর্শকের সমর্থন পাবো, যা আমাদের জন্য বড় এক পার্থক্য সৃষ্টি করবে। আশা করছি, আমরা দ্বিতীয় লেগে বেঞ্জামিন পাভার্ডকে (রাইট ব্যাক) পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত, লাওতারোর ক্ষেত্রে আমি সেই একই আশা করতে পারছি না।’

চলতি মৌসুমে ইন্টার মিলানের সামনে ছিল ট্রেবল জয়ের সুযোগ, তবে কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে হেরে তাদের ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন তারা শুধু ডাবল জয়ের সুযোগ ধরে রেখেছে, তবে সেই পথে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে জয় তাদের জন্য এক বড় বাধা।

এদিকে, ইতালির সিরি আ’তে সমান ম্যাচে ৩ পয়েন্টে এগিয়ে ইন্টারের শীর্ষস্থান কেড়ে নিয়েছে নাপোলি। এই পরিস্থিতিতে ইন্টার মিলানকে বার্সেলোনার বিপক্ষে জয় পেতে হবে, যাতে তারা শিরোপা লড়াইয়ের জন্য যথাযথভাবে প্রস্তুত হতে পারে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ