অপু বিশ্বাস ছোট বেলায় মুরগি চুরি করেছিলেন!


বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে নিজের জীবনের প্রথম “চুরির” গল্প শেয়ার করেছেন। এই ঘটনা নিয়ে তিনি অত্যন্ত খোলামেলা ও সোজাসুজি কথা বলেছেন। উপস্থাপিকার প্রশ্নে প্রথমে চমকে উঠলেও অপু বিশ্বাস কোনো কিছুই গোপন রাখেননি। তিনি হাসিমুখে বললেন, “এটা তো ইউটিউবে ভাইরাল হয়ে যাবে!” এরপর একেবারে সোজা গল্পে চলে যান শৈশবে।

অপু বিশ্বাসের শৈশব ছিল বেশ মজাদার এবং পূর্ণ ছিল নানা ঘটনা ও স্মৃতিতে। তার মায়ের ছিল এক মহিলা সমিতির সভাপতির দায়িত্ব। সমিতির পক্ষ থেকে তার মাকে প্রায় ৫০টি দেশি লাল মুরগি দেওয়া হয়েছিল। এরপর পাড়া-মহল্লার অন্যান্য মহিলা ও আন্টিরাও মুরগি পালন শুরু করেন।

এমন পরিস্থিতিতে একদিন সন্ধ্যা বেলায়, মায়ের একটু দেরি হওয়ার সুযোগে, অপু বিশ্বাস তার বান্ধবীদের সঙ্গে মিলে “চুরি” করে ফেলেন একটা মুরগি। অপু বিশ্বাস তার সেই স্মৃতি সম্পর্কে বলেন, “মুরগি আসছে… খাবি নাকি? আমার তো চিকেন প্রিয়!”

অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনও দর্শকদের কাছে নতুন নয়। ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে গোপনে বিবাহের পর ২০১৭ সালে টিভি লাইভে তিনি সেই বিয়ের কথা প্রকাশ করেন এবং তার সঙ্গে সন্তান জয়কে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে ২০১৮ সালে তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়। এসব ঘটনাই তাকে বছরজুড়ে আলোচনায় রেখেছে।

বর্তমানে, অপু বিশ্বাস ছেলেকে নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নিচ্ছেন। মাঝে মাঝে তিনি তার শৈশব এবং ব্যক্তিগত জীবনের স্মৃতিমধুর গল্পগুলো শোনাতে কৃপণতা করেন না।

তথ্য সূত্র: দৈনিক জনকণ্ঠ