সংশোধন করা হবে শ্রম আইন


শ্রমিক এবং মালিক উভয়পক্ষের স্বার্থ রক্ষায় শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে মে দিবস উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

শাখাওয়াত হোসেন বলেন, “নতুন সংশোধিত আইনে শ্রম অধিকার এবং শ্রমিকের স্বার্থকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে।” তিনি আরও জানান, অতীতে মে দিবস পালনের ক্ষেত্রে সরকারের ভূমিকা সীমিত ছিল, তবে সেই ব্যবধান কমিয়ে আনতে সরকার এখন সক্রিয়ভাবে নানা উদ্যোগ গ্রহণ করছে।

তিনি বলেন, “আগে মে দিবস পালন হতো, কিন্তু তাতে সরকারের পক্ষ থেকে যথাযথ সম্পৃক্ততা ছিল না, আর এই বিষয়টি আমরা এখন সমাধান করতে যাচ্ছি। আমরা শ্রমিক এবং মালিক উভয়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং দূরত্ব কমাতে কাজ করছি।”

শ্রম উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে আগামী মে দিবসে রাজধানীসহ সারা দেশে শোভাযাত্রা এবং নানা কর্মসূচির আয়োজন করা হবে। তিনি শ্রমিকদের জন্য সরকারের সহযোগিতা বাড়ানোর এবং মালিকদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি আরও কার্যকরভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ