বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা


গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শ্রমিকরা বকেয়া বেতন, সার্ভিস চার্জ এবং ছুটির টাকা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টা থেকে আন্দোলনে নামে। কারখানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবরোধের প্রস্তুতিও নেন।

তবে আন্দোলন উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন। এরপর কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, গত ৯ নভেম্বর হঠাৎ করেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর কর্তৃপক্ষ ২৮ ডিসেম্বরের মধ্যে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। শ্রমিকদের ভাষ্য মতে, কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে চলেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার (২ মে) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সম্পূর্ণরূপে অবরোধ করা হবে।” তবে শ্রমিক বিক্ষোভের কারণে কারখানার এডমিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

এদিকে বৃহস্পতিবার মাহমুদ জিন্স লিমিটেড এবং মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের পক্ষ থেকে নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি টানানো হয়, যা প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদের স্বাক্ষরিত। এতে জানানো হয়েছে, ২৮ এপ্রিল থেকে বকেয়া পরিশোধ শুরুর কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে বর্তমানে অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ মে’র মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের ধৈর্য ধারণ এবং কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হচ্ছে।

তথ্য সুত্র: দৈনিক জনকণ্ঠ