ফরিদপুরের চরভদ্রাসনে এক জনসভায় বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সরকারকে উদ্দেশ করে বলেন, “অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেয়া হবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শেখ হাসিনার সাথেই চোখে চোখ রেখে লড়াই করেছি। আমরা এখনো ট্রেনিং জমা দেইনি। প্রয়োজনে আবারো যুদ্ধ করে দেশের মানুষের গণতন্ত্রের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।”
গত বুধবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এ বক্তব্য রাখেন তিনি। জনসভাটি আয়োজন করে চরভদ্রাসন ইউনিয়ন বিএনপি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জামান সেলিম।
চরভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী মৃধার সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ