আমরা স্বাধীনতা পেয়েছি শ্রমিকদের রক্তের বিনিময়ে


বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে নাটোরের শ্রমিকরা মহান মে দিবস পালন করতে পারেনি। এই নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের যুগে শ্রমিকরা আজও বঞ্চিত।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মহান মে দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “শ্রমিকের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে এরশাদের স্বৈরশাসনের পতন ঘটেছে। অথচ যারা এই শ্রমিকদের গুলি করে হত্যা করেছে, সেই স্বৈরাচারদের এখনও আইনের আওতায় আনা হয়নি। তাদের বিরুদ্ধে বিচারের রায় কার্যকর না হলে, জাতির কাছে জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঢাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন নাটোরের তিন সাহসী গার্মেন্টস শ্রমিক—সোহেল, রমজান ও হৃদয়। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার তাদের হত্যা করেছে। তাদের রক্তের বিনিময়েই আজ আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি।”

দুলুর ভাষ্যমতে, “স্বাধীনতা শুধু কাগজে-কলমে নয়, এটা শ্রমিকের জীবনের বিনিময়ে অর্জিত।” তিনি আরও বলেন, “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হলে স্বৈরাচারীদের বিচার করতেই হবে। তা না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা শ্রমিকদলের সভাপতি আবু রায়হান বুলু।

আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ