স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে স্বামীর গোসল

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মো. রেজাউল ইসলাম (২৮) নামের এক যুবক স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনা গত রবিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, রেজাউল ইসলামের স্ত্রী সাথী আক্তারের সঙ্গে তার পারিবারিক অশান্তি চলছিল। ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথীকে বিয়ে করেন রেজাউল। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বিভিন্ন সময়ে উভয় পরিবার শালিস বৈঠকে বসলেও সমস্যা সমাধান হয়নি।

রবিবার বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক শালিস বৈঠকে উভয় পরিবারের সম্মতিতে তাদের তালাক সম্পন্ন হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা পরবর্তী সিদ্ধান্তে পৌঁছান, এবং সেই অনুযায়ী রেজাউল ও সাথী দম্পতির তালাক হয়। তালাকের পর রাত ৯টার দিকে রেজাউল ইসলাম নিজ বাড়ির উঠানে ২২ লিটার দুধ দিয়ে গোসল করেন।

ঘটনার পর রেজাউল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মধ্যে ছিলাম। তালাকের পর এখন শান্তি অনুভব করছি, তাই দুধ দিয়ে গোসল করেছি। এখন আমি পাপমুক্ত। আমার কোনো ইচ্ছা নেই, যাতে আর কোনো মানুষের জীবনে এমন অশান্তি আসুক। আমি নতুন করে একটি ভদ্র ও শান্ত স্বভাবের মেয়েকে বিয়ে করতে চাই।”

কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, “দীর্ঘদিন ধরে এ দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। আমি ও গ্রামের অনেকেই একাধিকবার শালিস বৈঠকে বসেছিলাম, কিন্তু কোনো সমাধান হয়নি। শেষমেশ রবিবারের বৈঠকে উভয় পরিবারের সম্মতি ও সালিসদারদের সিদ্ধান্তে তাদের তালাক সম্পন্ন হয়েছে।”

এই ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ