অদিতি পোহনকার ট্রেনে যৌন হয়রানির ঘটনার বিবরণ দিলেন

অভিনেত্রী অদিতি পোহনকার বলিউড, মারাঠি এবং তামিল চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ‘লাই ভারি’ ছবিতে রিতেশ দেশমুখের বিপরীতে অভিনয়ের পর দর্শকদের নজরে আসেন তিনি। এরপর ‘শি’ এবং ‘আশ্রম’ ওয়েব সিরিজে অদিতির চরিত্র এবং অভিনয় তাঁকে এনে দেয় বিশেষ পরিচিতি ও প্রশংসা।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অদিতি তুলে ধরেন নিজের জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা। মুম্বাইয়ের লোকাল ট্রেন যাত্রায় যৌন হয়রানির ভয়াবহ এক ঘটনার কথা জানান তিনি।

অদিতি বলেন, “যদি কেউ সত্যিকারের জীবনের অভিজ্ঞতা নিতে চায়, তাহলে তাকে মুম্বাই লোকালে তুলে দিন। অভিজ্ঞতা ছাড়া তিনি ফিরে আসবেন কিনা, তার কোনো গ্যারান্টি নেই!”

তিনি জানান, ট্রেনে সফর করার সময় এক কিশোর তাঁকে প্রকাশ্যে শ্লীলতাহানি করে। ঘটনাটি একা সামলাননি তিনি—সরাসরি পুলিশ ডেকে অভিযুক্তকে ধরে মারধরও করেন।

অভিনেত্রীর কথায়, “সে এতটাই নির্লজ্জ ছিল যে পুলিশের সামনেও নিজের কাজ থামায়নি, ভুল স্বীকারও করেনি।” জানা যায়, ছেলেটির বয়স মাত্র ১৩ বা ১৪ বছর এবং সে সম্ভবত সপ্তম বা অষ্টম শ্রেণির ছাত্র।

অদিতির সাহসিকতা দেখে অনেকে বিস্মিত। তিনি বলেন, “ভয় পেও না, সাহস নিয়ে মোকাবিলা করো। সোজাসাপ্টা কথা বলো।”

তিনি আরও জানান, একাদশ শ্রেণিতে পড়ার সময় একদিন ফার্স্ট ক্লাস মহিলা কামরায় যাত্রা করছিলেন। ওই কামরায় ১৮ বছরের কমবয়সী স্কুল ড্রেস পরা ছেলেদেরও ওঠার অনুমতি ছিল।

ট্রেনটি যখন দদার স্টেশন থেকে ছাড়ে, তখন পাশে দাঁড়ানো এক স্কুলপড়ুয়া হঠাৎ তাঁর বুকে হাত দেয়। এতে তিনি হতবাক হয়ে যান।

পরের স্টেশনে নেমে তিনি সরাসরি পুলিশকে বিষয়টি জানান। অবাক করার মতো বিষয়, ছেলেটি তখনও একই জায়গায় দাঁড়িয়েছিল এবং আরেকজন মেয়ের সঙ্গেও একই কাজ করার চেষ্টা করছিল।

পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসা করে, “তোমার কাছে কী প্রমাণ আছে?” উত্তরে সে জানায়, “আমি বলছি, ও এটা করেছে। আমি কেন মিথ্যা বলব?”

একজন মহিলা কনস্টেবল এসে ছেলেটিকে জিজ্ঞাসা করেন, “তুমি কি তার সাথে কিছু করেছ?” সে প্রথমে অস্বীকার করে। কিন্তু যখন অদিতি তাকে আঘাত করার মতো অঙ্গভঙ্গি করেন, তখন ছেলেটি আতঙ্কিত হয়ে বলে, “হ্যাঁ, দুঃখিত, দুঃখিত।”

শেষে ছেলেটি প্রতিশ্রুতি দেয়, সে আর কখনও এ ধরনের ঘটনা ঘটাবে না। অদিতি এই অভিজ্ঞতা শেয়ার করে জানান, সমাজের প্রতিটি স্তরের নারীকেই সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তথ্যসূত্র: বলিউড বাবল