মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে নিজের বাড়ির মুরগির খামারে আগুন লাগিয়ে দিয়েছে ১৬ বছরের এক ছেলে। ঘটনাটি ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে, গত রবিবার রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, লেবুতলা গ্রামের বাসিন্দা সৈয়দ কামালের ছেলে জুনায়েদ (১৬) এলাকার মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি সুজুকি ব্র্যান্ডের নতুন মোটরসাইকেল কেনার বায়না করে আসছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পিতা সৈয়দ কামাল নতুন মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানান।
বাবার অপারগতায় ক্ষিপ্ত হয়ে রবিবার বিকেলে প্রথম দফায় বাড়ির পাশে থাকা মুরগির খামারে আগুন লাগিয়ে দেয় জুনায়েদ। তবে স্থানীয়দের তৎপরতায় তখনই আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যখন বাড়িতে কেউ ছিল না, তখন পুনরায় মুরগির খামারে আগুন লাগিয়ে দেয় জুনায়েদ। দ্বিতীয় দফার এই অগ্নিকাণ্ডে মুরগির খামারের শেড, রান্না ঘর এবং বসতঘর পুড়ে যায়। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে ঘরের অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
এ প্রসঙ্গে সৈয়দ কামাল বলেন, “আমাদের একটি পুরাতন মোটরসাইকেল ছিল যেটা আমার ছেলে চালাত। এরপরও সে নতুন একটি সুজুকি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আমাকে চাপ দিতে থাকে। কিন্তু আমার পক্ষে নতুন গাড়ি কেনা সম্ভব ছিল না। আমি অস্বীকার করায় সে ক্ষিপ্ত হয়ে আগুন লাগিয়ে দেয়।”
ঘটনার বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, “ছেলে তার বাবাকে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। পিতা অপারগতা প্রকাশ করায় ছেলে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”
গ্রামবাসীরা বলেন, জুনায়েদ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করত এবং নানা সময়ে বেপরোয়া আচরণ করত। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জুনায়েদের আগের কর্মকাণ্ডও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি বলে জানা গেছে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ