সোহেল রানা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন

শেরপুর জেলার নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

গত মার্চ মাসে মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, নাশকতা প্রতিরোধ, ছিনতাই ও চাঁদাবাজি রোধ, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ নালিতাবাড়ী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখেন ওসি সোহেল রানা। তার এই সকল কার্যক্রমের প্রেক্ষিতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে। সভায় মার্চ মাসের কার্যক্রমের উপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারণ করে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। এতে শীর্ষে উঠে আসেন নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা।

সভায় ওসি সোহেল রানার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এবং সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম।

এছাড়াও সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তাগণ, সিআইডি ও পিবিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই এই সম্মাননার বিষয়টিকে সাধুবাদ জানান এবং ওসি সোহেল রানার সফলতাকে জেলার পুলিশের সম্মিলিত অর্জন হিসেবে অভিহিত করেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি সোহেল রানা বলেন, “একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিশ্রমে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।”

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ