এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড

নরসিংদীর রায়পুরায় চলমান এসএসসি পরীক্ষায় সরকারি আদেশ অমান্য করে কেন্দ্রের ভিতরে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি জানান, রায়পুরা সরকারি কলেজ কেন্দ্রের নিরাপত্তা প্রাচীর টপকিয়ে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে এক যুবক কেন্দ্রে প্রবেশ করেন। তিনি প্রশ্নপত্রের ছবি তুলে তা বাইরে প্রকাশ করার চেষ্টা করছিলেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের নজরে এলে ওই যুবককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে তার ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

একই দিনে, ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী এক ছাত্রীকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। জানা যায়, অভিযুক্ত ছাত্রী আদিয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষার কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানিয়েছেন, “এসএসসি পরীক্ষায় যাতে কোনো ধরনের অসদুপায় বা অনৈতিক কার্যকলাপ না ঘটে, সে জন্য নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নকল রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। রায়পুরার সাম্প্রতিক ঘটনাগুলো এই কঠোর অবস্থানেরই প্রতিফলন। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থেকে সুষ্ঠু পরীক্ষার পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা প্রয়োজন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ