দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় জগৎ থেকে বর্তমানে কিছুটা দূরে থাকলেও থেমে নেই তার কর্মজীবন। এখন তিনি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের নতুন পরিচয় গড়ে তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। ব্যক্তিজীবন নিয়ে নানা সময় আলোচনায় আসা এই অভিনেত্রী একাধিক সম্পর্কে জড়ালেও তাতে তেমন সুখের অভিজ্ঞতা ছিল না।
সম্প্রতি জীবনসঙ্গী বিষয়ক নিজের মতামত প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন প্রভা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জীবনে এমন পুরুষের সংখ্যা খুবই কম যারা তাদের সঙ্গীকে প্রাপ্য সম্মান দেন। এ প্রসঙ্গে তিনি দুইজন পরিচিত ব্যক্তিত্বের নামও উল্লেখ করেন—অভিনেতা সালমান মুক্তাদির এবং ক্রিকেটার নাসির হোসেন।
প্রভা বলেন, “সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।”
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “যাক, আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।”
তবে ‘আরেকজন পুরুষ’ বলতে কাকে বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি প্রভা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেক ভক্ত ধারণা করছেন, প্রভার স্ট্যাটাসে ইঙ্গিত করা এই ব্যক্তিটি সংগীতশিল্পী শেখ সাদী হতে পারেন। কারণ সম্প্রতি নায়িকা পরীমণির গৃহকর্মী ইস্যুতে তার পাশে দাঁড়াতে দেখা গেছে শেখ সাদীকে। শোবিজ অঙ্গনে বহুদিন ধরেই এই জুটির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
এমন প্রশংসামূলক স্ট্যাটাস এবং ব্যক্তিগত উপলব্ধির প্রকাশ প্রভার জীবনদর্শনের নতুন এক দিক তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে। যেখানে সম্মান, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টিকেই তিনি একজন জীবনসঙ্গীর মূল গুণ হিসেবে বিবেচনা করছেন।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ