অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন এবং পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারে থাকাকালীন তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে কাজ করবেন না।
এর আগে, বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার নেতৃত্বে চলা জুলাই বিপ্লবের পর একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। দলটির ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া, সরকার থেকে জুন মাসে পদত্যাগ করতে পারেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম।
এ বিষয়ে প্রশ্ন করলে নাহিদ ইসলাম বলেন, “প্রতিবেদনটি আমার নজরে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। তবে পত্রিকাটি এটি কোথা থেকে সংগ্রহ করেছে তা স্পষ্ট করেনি। এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। যদি পদত্যাগের সিদ্ধান্ত হয়, তবে আমরা তা আনুষ্ঠানিকভাবে জানাব।”
রাজনৈতিক দলে অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি পরিস্থিতি তৈরি হয় এবং সরকার ছাড়ার সিদ্ধান্ত নেয়ার সময় আসে, আমরা আনুষ্ঠানিকভাবে তা জানাব। কিন্তু এখনও এমন কোনো সিদ্ধান্ত আমার পক্ষ থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ থেকে নেয়া হয়নি।”
রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “এখনও আমরা এ ব্যাপারে ভাবছি না। আমরা সরকারের অংশ হিসেবে কাজ করছি।”
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।
সূত্র: দৈনিক যুগান্তর