৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আর সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন মোদি। ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার লক্ষেই দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে।
এ দিনের ফোনালাপের কথা জানিয়ে মোদি এক্স হ্যান্ডেলারে লিখেছেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর। তখন প্রশ্ন উঠেছিল, কেন ‘বন্ধু’র শপথে নেই মোদি? আগামী ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও মোদি। এপ্রিলে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। জল্পনা-কল্পনার মধ্যেই এ দিন ফোনালাপ হল তাঁদের।
যদিও মোদি-ট্রাম্প ফোনালাপ হয়েছে তবে বাংলাদেশের বিষয়ে এখনো কোন কথা হয় নি।গেল কদিন আগেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলেছিলেন।