যে কারণে ট্রাম্প নরেন্দ্র মোদীকে পাত্তা দিচ্ছে না

ডেমোক্রেট দলীয় সরকারের বিদায়ের মুহূর্তে বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা ভারতের মাথায় হাত রেখে বলার চেস্টা করছেন, কাঁদেনা বেবি, কাঁদেনা, আমরা আবার ফিরে আসবো, ততদিন একটু ধর্য্য ধরো!

প্রশ্ন হলো তারা কেনো এমন করছে? কারন আসছে ট্রাম্প প্রশাসন ভারতের বর্তমান সরকারকে মোটেই পাত্তা দিচ্ছে না! এর কারন হিসেবে কেউ কেউ বেশ কয়েকটা সাম্প্রতিক ঘটনার উল্লেখ করছেন, যার মধ্যে অন্যতম একটি হলো, মোদির আমেরিকা সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সংগে সাক্ষাৎ না করা!

নির্বাচনের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন মিশিগানে নির্বাচনী সফরে ছিলেন, তখন এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী মোদির ভুয়সি প্রশংসা করে বলেছিলেন, “হি ইজ এ ভেরি গুড ম‍্যান! উনি ক দিনের মধ্যে আমেরিকায় আসছেন, আশা করি তার সফরের সময় তিনি আমার সাথে দেখা করবেন!”

কিন্তু মোদি নির্বাচনী হাওয়া বুঝে ধরেই নিয়েছিলেন ডেমোক্র্যাটরা আবারও ক্ষমতায় আসছে! কাজেই তিনি ডেমোক্র্যাটদের চটায়ে আর ট্রাম্পের সাথে দেখা করেননি, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প খুব করে চাচ্ছিলেন দেখা করার! কিন্তু এই দেখা না করায় প্রেসিডেন্ট ট্রাম্প যা বোঝার বুঝে গেছেন!

তারপর থেকে নাকি শোনা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হবার পর থেকে মোদিকে আর পাত্তাই দিচ্ছেন না, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানানো! এদিকে এই কাহিনী বুঝতে পেরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে! তারা আবার মনে হয় ডেমোক্র্যাটদের কাছে এই আক্ষেপ করছে যে দেখো তোমাদের সমর্থন দিয়ে আমরা তো ধরা খাইছি!

সেজন্য ডেমোক্রেটরা এখান তাদের শান্তনা দেবার চেস্টা করেই যাচ্ছেন “কাঁদে না বেবি, কাঁদেনা! এই তো মাত্র ক টা দিন, আমরা আবার ফিরে আসবো!

কিন্তু বাস্তবতা হলো সেই হাউডি মোদি বা আপ কি বার, ট্রাম্প সরকার! সেই সবদিন আর নাই! পাসার দান পাল্টে গেছে!
ওভারঅল সবচেয়ে আনপ্রেডিকটেবল সরকার এসে ঠিক কি কি করবে, সেটা নিয়ে আমরা শুধু ধারনা করতে পারে, এর বেশী কিছু না! সবাই সিট বেল্ট বেঁধে একটা রোলার কোস্টার রাইডের জন্য অপেক্ষা করেন! আর মাত্র ৪দিন!