বড়দিনের ছবি নিয়ে ধর্মীয় বিতর্কের মুখে সালাহ

বিশ্বব্যাপী খ্রিষ্টধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করেছেন মিশরীয় তারকা ও লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। গতকাল (২৫ ডিসেম্বর) তিনি পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তবে এই ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মুসলিম ভক্তদের একটি বড় অংশ।

সালাহ ইনস্টাগ্রামে তার পরিবারের ছবি পোস্ট করেন। ছবিতে সালাহ, তার স্ত্রী ম্যাগি সালাহ এবং দুই সন্তান মক্কা ও কায়ানকে বড়দিনের সাজে একটি ক্রিসমাস ট্রি’র সামনে দেখা যায়। সালাহ’র ৬৩.৭ মিলিয়ন ইনস্টাগ্রাম অনুসারীর মধ্যে অনেকেই এই পোস্ট নিয়ে সমালোচনা শুরু করেন।

অনেকে মন্তব্য করেন, সালাহ মুসলিম ধর্মাবলম্বী হিসেবে এমন ছবি পোস্ট করে ভক্তদের মনে আঘাত দিয়েছেন। একজন মন্তব্যে লিখেছেন, “তুমি দিনদিন নিচে নামতেছ ভাই।” আরেকজন লিখেছেন, “এই মুহূর্তে এটি ডিলিট করো।” কেউ কেউ হতাশা প্রকাশ করে বলেন, “আমরা মুসলিমরা তোমাকে যে দৃষ্টিতে দেখি, তুমি এর প্রতিদান দিলে না।”

তবে সালাহ’র পক্ষে মন্তব্য করেছেন অনেক ফুটবল ভক্ত। একজন লিখেছেন, “মেরি ক্রিসমাস মো, বোকাদের উপেক্ষা করো। তুমি এবং তোমার পরিবার নিজেদের মতো ছুটি পালনের সুযোগ প্রাপ্য।” আরেকজন হতাশা প্রকাশ করে বলেন, “বার্ষিক এই ক্রিসমাস বিতর্ক দেখে হতাশ হয়ে যাচ্ছি।”

বিতর্কের বাইরে মাঠে সালাহ দারুণ ফর্মে আছেন। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে ১৫টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন। বড়দিনের আগে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে গোল ও অ্যাসিস্টের ডাবল অঙ্ক ছুঁয়েছেন।

লিভারপুলও শীর্ষস্থান ধরে রেখেছে প্রিমিয়ার লিগ টেবিলে। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে। দুইয়ে থাকা চেলসি ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট অর্জন করেছে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ