যে কারনে গ্রেফতার হলেন ইরানের এই গায়িকা

ইউটিউবে প্রকাশিত এক ভার্চুয়াল কনসার্টে হিজাব পরিধান না করে গান গাওয়ার কারণে শাস্তির মুখে পড়েছেন ২৭ বছর বয়সী সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি।

গত শনিবার, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে তাকে আটক করা হয়, বলে জানিয়েছেন তার আইনজীবী মিলাদ পানাহিপুর।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানা গেছে, কাঁধ খোলা কালো পোশাক পরে গান গাওয়ার ঘটনায় ইরান সরকার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।

প্রতিবেদনটি আরও জানায়, এই কনসার্টে কোন দর্শক উপস্থিত ছিল না, এবং কনসার্টটি শুধুমাত্র অনলাইনে সম্প্রচারিত হয়েছিল। মাত্র ১২ ঘণ্টার মধ্যে এটি ৭৪,০০০ বার দেখা হয়, যদিও ইরানে ইউটিউবের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত।

ইরানে সঙ্গীত এবং সংস্কৃতি নিয়ে সরকারী নিষেধাজ্ঞা ও কঠোর আইন থাকায়, এই ঘটনা দেশটির সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশে আরও আলোচনার সৃষ্টি করেছে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ