ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ প্রথম বিবৃতিতে যা বলল

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে যেতে চাননি বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, আজ সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে এ কথা বলেন আসাদ।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ১১ দিনের আন্দোলনে গত ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে রাশিয়ায় পাড়ি জমান আসাদ।

আটদিন আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি আসাদের প্রথম বিবৃতি।

ওই টেলিগ্রাম চ্যানেলটি কে বা কারা নিয়ন্ত্রণ করছেন তা স্পষ্ট হওয়া যায়নি। বিবৃতিও কে লিখেছেন সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, যখন বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নেয়, তখন আসাদ লাতাকিয়া প্রদেশের রুশ সামরিক ঘাঁটিতে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, সিরিয়ার সেনারা তাদের অবস্থান থেকে সরে গেছে।

আসাদ বিবৃতিতে বলেছেন, হামেইমিম ঘাঁটিও ততক্ষণে তীব্র ড্রোন হামলার মুখে পড়েছিল। এমন পরিস্থিতিতে রুশ সেনারা তাকে মস্কো নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আসাদ আরো বলেছেন, ‘এ ঘটনার সময় একবারের জন্যও আমি পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা ভাবিনি। কোনো ব্যক্তি বা দলও এমন প্রস্তাব করেনি।

সূত্র: কালের কণ্ঠ