ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা চলছে তখনই ভারতের আসাম প্রদেশে প্রকাশে গরুর মাংস খাওয়া নিশিদ্ধ করা হয়েছে। আর শুরু থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় একজন ভারতীয় নাগরিক একটি টিভি চ্যানেলকে বলছে এই শুভেন্দু আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে।
অথচ, এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে ১ বাটি না ২ বাটি না ৩ বাটি গরুর মাংস খেয়েছে। এই সময় সেই টিভি সাংবাদিক আবার তাকে রিপিট প্রশ্ন করে কয় বাটি খেয়েছে? তখন সেই ব্যাক্তি তাকে বলে ৩ বাটি খেয়েছে। সেই সময় আবার সেই সাংবাদিক তাকে প্রশ্ন করে কোথায় খেয়ছে?
সেই সময় সেই ব্যাক্তি সেই টিভি সাংবাদিককে জানায় যে, শুভেন্দু পশ্চিম মেদনীপুরে সাহাবুদ্দিন এর বাড়ীতে কোরবানির দিনে ৩ বাটি গরুর মাংস খেয়েছে।
সেই ব্যাক্তি সেই ভিডিওতে আবারও বলে নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে তিফিন ক্যারিয়ারে করে বাসায় নিয়ে গেছে সেটাও বলেন তিনি।
সেই সময়ে ঐ টিভি সাংবাদিক বলেন আজকেত এটা হেড লাইন হয়ে যাবে।
সেই সময় উক্ত ব্যাক্তি অনেকটা জোরের সাথে বলেন আমি নাম বলে দিচ্ছি, শুভেন্দুর হিম্মত থাকে তাহলে যাবে আমার সাথে সাহাবুদ্দিনের বাড়ী।
ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখতে পারবেন এখানে।