বিদ্রোহী নেতা জোলানি সিরিয়ানদের উদ্দেশ্যে যা বলল

সিরিয়ার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি। তিনি দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক বিবৃতিতে বলেছেন, এখন আর পেছনে ফিরে যাওয়ার কোন অবকাশ নেই। ২০১১ সালে আরব বসন্তের যে সূতিকাগার হয়েছিলো তা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

বিবৃতিতে তিনি বলেন, ভবিষ্যত এখন আমাদের।

এদিকে রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত।