সর্বশেষ সংবাদ

দিব্যা প্রভার আনসেন্সর ভিডিও ফাঁস নিয়ে হইচই

পায়েল কাপাডিয়ার নির্মাণ করেছেন ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমা। গত শুক্রবার ভারতে মুক্তি পাওয়া এই সিনেমার একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে, যা নিয়ে গত দুই দিন ধরে চলছে আলোচনা-সমালোচনা।

এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই ছবি। এটি ৩০ বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা, যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে নিজের জায়গা করে নিয়েই জেতে গুরুত্বপূর্ণ পুরস্কার। সিনেমায় চরিত্রের প্রয়োজনে একটি দৃশ্যে নগ্ন হয়েছেন মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। সেই দৃশ্যটিই অনলাইনে ফাঁস হয়েছে।

দৃশ্যটি নিয়ে ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘নগ্নতা কোনো বিষয় না, সিনেমার বিষয়ই গুরুত্বপূর্ণ। সিনেমার বার্তা অনেকে বুঝতে পারেননি। তারা কেবল ওই দৃশ্যটি নিয়েই কথা বলেছেন। আগেও বলেছি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না। আমার কাছে কেবল গল্প প্রাধান্য পায়, অন্য কিছু না।’

সিনেমা মুক্তির পর দৃশ্যটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন, অনেকে আবার দিব্যার পাশে দাঁড়িয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দর্শক, বিশেষ করে পুরুষ দর্শকেরা যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন, তাতে আমি আনন্দিত। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, গল্পের প্রয়োজনেই নগ্ন হয়েছি। আমার ঝুলিতে অনেক পুরস্কার আছে, বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছি; সস্তা জনপ্রিয়তার জন্য আমার পর্দায় নগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ তৈরি হয়েছে ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনায়। দিব্যা প্রভা ছাড়াও এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, ছায়া কদম, ঋধু হারুন।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টেক অফ’ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন দিব্যা প্রভু। মহেশ নারায়নানের ‘আরিইপ্পু’ সিনেমা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০২২ সালে এ সিনেমার জন্য তিনি লোকার্নো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *