সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেট কেন্দ্রিক চাঁদাবাজ গ্রুপের অন্যতম তিন সহযোগীকে বুধবার রাত ৮ টায় ফার্মভিউ সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। তারা হলেন আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)।
তেজগাঁও থানার ওসি জানান, গত ১০ নভেম্বর সৈয়দ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ৭ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।
অভিযোগ করা হয় যে, তিনি জিএমসি বিল্ডার্স এ্যান্ড ডেভেলপার কোম্পানির একজন পরিচালক। ২০১৬ সালের ২০ জুলাই ফার্মভিউ সুপার মার্কেটের ভিতরে আসামীরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই বছরের ৮ আগষ্ট ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে আসামীদের কাছে তিনি নগদ ১ লাখ টাকা ও সাড়ে ১০ লাখ টাকার একটি চেক দেন।
এছাড়া আসামীরা তার প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ৫০ লাখ টাকা আত্মসাত করেন। তারা প্রভাবশালীদের ব্যবহার করে বিভিন্ন সময়ে তাকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পরে ৫ আগষ্টের পর সরকার পরিবর্তন হলে তিনি তেজগাঁও থানায় মামলা করেন।