সর্বশেষ সংবাদ

পলকের গামছা বাঁধা মুখের ছবি তুলতে পুলিশের বাধা

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মানসম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় ৭ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমন্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদুল ইসলাম।

এ সময় তিনি পলকের ছবি তুলতে বাঁধা দিয়ে বলেন, ‘ওনার (জুনাইদ আহমেদ পলক) মানসম্মান নষ্ট করবেন না’। একথা বলে পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন এসআই মোজাহিদুল।

এসআই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কী তথ্য পেয়েছেন- জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেওয়ার কথা বলেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ যুগান্তরকে বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।পরে আদালত থেকে তাকে ৭ দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর অন্য মামলায়ও গ্রেফতার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *