প্রবাসী শ্রমিক ভাই বোনদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ চালু

প্রবাসী শ্রমিক ভাই বোনদের জন্য আজ বিশেষ লাউঞ্জ চালু করা হলো হজরত শাহজালাল বিমানবন্দরে। এটি উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জায়গা, সুলভ মূল্যে খাবার, ইন্টারনেট এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ সেবা প্রদান করা হবে।

প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই লাউঞ্জ প্রতিষ্ঠার কাজটি সম্পন্ন করেছে। সহায়তা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। লাউঞ্জ ছাড়াও বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১০০ জন সহায়তা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। আরো ১০০ জনকে নিয়োগ দেয়া হবে।

বিমানবন্দরে ড্রপ-অফ অঞ্চলে যাত্রী ও পরিবারের সদস্যদের বিশ্রামের জন্য মন্ত্রণালয়ের অনুরোধে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রায় এক হাজার আসন বিশিষ্ট আরেকটি লাউঞ্জের ব্যবস্থা করছেন।

এটি চালু হবে আগামী সাত দিনের মধ্যে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের ভিআইপি সেবা দিতে বদ্ধপরিকর।

তথ্য সুত্রঃ Dr. Asif Nazrul