মোবাইল চার্জ করা নিয়ে আমাদের ৪ টি ভুল ভাবনা

বর্তমান সময়ে মোবাইল ফোন যেন আমাদের জিবনের অবিছেদ্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।বিগত কয়েক বছর ধরে মোবাইল ফোনের ব্যাবহার বেড়েছে কয়েকগুন এবং প্রতিনিয়ত এটা বেড়েই চলেছে।আপনাকেই যদি প্রশ্ন করা হয় যে আপনার ফ্যামিলিতে আগে কয় জন সদস্য মোবাইল ব্যাবহার করত এখন কয়জন করে?এই প্রশ্নের উত্তর দিতে গেলেই আপনি বুঝতে পারবেন মোবাইল ব্যাবহার কতটা বেড়েছে।

মোবাইল ব্যাবহার করতে চাইলে অথবা নিয়মিত ব্যাবহার করলে অবশ্যই আমাদের মোবাইল ফোনটি নিয়মিত চার্জ করতে হবে।আর এই মোবাইল চার্জ করা নিয়ে আমাদের মাজে এমন কিছু গুজব ছড়িয়ে আছে যা আমাদের মনে ভীতির সঞ্চার করে।আমি আজকের এই লেখায় সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করব এবং আপনার মনের মধ্য থাকা ভীতি দূর করা চেষ্টা করব।

মোবাইল চার্জ করা নিয়ে আমাদের যে ৪ টি ভুল ধারনা আছে সেগুলো হলঃ-

  1. সম্পূর্ণ চার্জ শেষ না হলে চার্জ দেওয়া যাবেনা
  2. চার্জের সময় মোবাইল ব্যাবহার না করা
  3. সপ্তাহে একদিন ফোন বন্ধ রাখা এবং
  4. সকল চার্জারকে একই মনে করা

আমাদের মধ্য মোবাইলে চার্জ দেওয়ার বিষয়ে যে ভুল ধারনা গুলো ছড়িয়ে আছে আমরা উপরে সেই ধারনা গুলো সম্পর্কে জানলাম।এখন আমি এই পয়েন্ট গুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।তাহলে চলুন কথা না বাড়িয়ে ভুল ধারনা এবং করনীয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

(১) সম্পূর্ণ চার্জ শেষ না হলে চার্জ দেওয়া যাবেনা

আপনি হয়তবা অনেককেই বলতে শুনেছেন যে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ না হলে মোবাইল চার্জে দেওয়া যাবে না বা চার্জ করা যাবে না।এটা সম্পূর্ণ একটি ভুল ধারনা।আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলোতে সাধারণত লিথিয়ান-আয়ন ব্যাটারি ব্যাবহার করা হয়ে থাকে।আর এই লিথিয়ান-আয়ন ব্যাটারি গুলো সাধারণ ব্যাটারি থেকে অনেক শক্তিশালী এবং উন্নতমানের হয়ে থাকে।আর এই কারনে আপনি যদি চার্জ শেষ হবার আগেই চার্জে দেন তাহলে এই ধরনের ব্যাটারি গুলোর বিশেষ কোন ক্ষতি হবার সম্ভবনা নাই।সুতরাং, এই বিষয়ে ভয় না পেয়ে আপনার যখনই আপনার মোবাইল ফোনে চার্জ দেওয়ার প্রয়োজন হবে তখনই চার্জে লাগিয়ে দিন।

(২) চার্জের সময় মোবাইল ব্যাবহার না করা

যখন আপনি আপানার ফোনটি চার্জ দিচ্ছেন তখন কখনো আপনার ফোন ব্যাবহার করবেন না।বর্তমানে এই কথাটিই সব চাইতে বেশী প্রচলিত আছে।তবে আমি আপনাকে নিশ্চয়তা প্রদন করছি যে আপনি আপনার মোবাইল চার্জ দেওয়ার সময় প্রয়োজনে ব্যাবহার করতে পারবেন।তবে এই ক্ষেত্রে আপনাকে নিচের দুইটি বিষয় নিশ্চিত করতে হবে।

  • আপনার মোবাইল ফোনের অরজিন্যাল চার্জার ব্যাবহার করে মোবাইলে চার্জ দেওয়া এবং
  • মোবাইল চার্জের সময়ে ভেজা হাতে কখনো মোবাইল ফোন স্পর্শ না করা

(৩) সপ্তাহে একদিন ফোন বন্ধ রাখা

প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে এই কথাটি সম্পূর্ণ গুজব বলেই পরিচিত।যারা এই গুজব ছড়ান তাঁরা মনে করে আমরা যদি আমাদের মোবাইল ফোন প্রতি সপ্তাহে একদিন সম্পূর্ণভাবে বন্ধ করে রাখি তাহলে আমাদের মোবাইল ফোন ভালো থাকবে এবং আমাদের মোবাইলের কার্যক্ষমতা বাড়বে।কিন্তু এটা করলে আপনার মোবাইলের কার্যক্ষমতা বাড়ার চাইতে কমে যাওয়ার সম্ভবনাই বেশী।

মোবাইল ফোন বন্ধ করে না রেখে ২-৩ দিন পর পর অথবা প্রতি সপ্তাহে একবার রি-স্টার্ট করে নিলে সেটা আপনার মোবাইলের কার্যক্ষমতা বাড়াতে শাজ্জ করতে পারে।

(৪) সকল চার্জারকে একই মনে করা

আমাদের মাঝে এমন অনেকেই আপনি পাবেন যারা সকল মোবাইল ফোনের চার্জারকে একই মনে করে।তাদের কাছে ব্যাপারটা এমন যে চার্জার যেটাই হোক না কেন আমাদের মোবাইল ফোন চার্জ হলেই হল।কিন্তু আপনি যদি আপনার অরজিন্যাল চার্জার ছাড়া অন্য কোন মোবাইলের চার্জার অথবা নকল কোন চার্জার ব্যাবহার করেন তাহলে আপনার মোবাইলের ক্ষতির সম্ভবনাই বেশী।

কারন যখন আমরা আমদের অরজিন্যাল চার্জার ব্যাবহার করে মোবাইলে চার্জ দেই তখন এই চার্জার খুব দ্রুত আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রন করতে পারে।অপরদিকে নকল চার্জার ব্যাবহার করা হলে সেটা দ্রুত চার্জ করতে পারে না আবার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহও নিয়ন্ত্রন করতে পারে না।

শেষ কথা

আপনি এতদিন হয়ত এই ভুল ধারনা গুলো মানুষের মুখে মুখে শুনে এসেছেন।কিন্তু আমি আপনাদের সাথে যে চারটি বিষয়ে তথ্য শেয়ার করলাম আপনি চাইলে সেটা আপনি বাস্তব ক্ষেত্রে টেস্ট করে দেখতে পারেন।যদি আপনি উপরের বিষয়গুলো টেস্ট করেন তাহলে অবশ্যই সেই ফলাফল আমাকে কমেন্ট করে জানান।