আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা কিনা একটু বোকা টাইপের।তাঁদের চলা ফেরা এবং কথা বার্তা এমন যে মনে হয় তাঁদের বুদ্ধি-বিবেক বলে কিছু নাই।অনেকেই তাঁদের এই সমস্যার কারনের বোকা ভেবে বসেন আবার আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা নিজেদের চালাক মনে করেন কিন্তু আসলে তাঁরা জানেই না যে তাঁরা আদতে চালাক নাকি বোকা!
জীবনে চলতে গেলে অবশ্যই আমাদের একটু বুদ্ধি খাঁটিয়ে চলতে হয়।একটু বুদ্ধি করে না চললে আপনি আপনার জীবনে চলার পথে পদে পদে বিপদে পড়তে পারেন আবার নিজেকে চালাক ভাবা লোক গুলোও তাঁদের অতি চালাকির কারনে অনেক সময় বিপদে পরেন।
আপনি দেখতে অথবা কথা বার্তায় একটু বোকা টাইপের হলেই যে আপনি বোকা এবং আপনার বুদ্ধি নাই এমনটা ভাবার কোন কারন নাই।আবার একটু চালাক হলেই যে আপনি অনেক বুদ্ধিমান সেটা মনে করারও কোন কারন নাই।
কারন কোন ব্যাক্তি বুদ্ধিমান নাকি বোকা সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা একটি সমিক্ষা চালিয়েছে এবং তাঁরা এমন কিছু সাইন (লক্ষন) খুঁজে বের করতে পেরেছে যদি সেই সাইন গুলো কোন ব্যাক্তির ভেতরে থাকে তাহলে সেই ব্যাক্তিকে বুদ্ধিমান বলা যাবে।আর যদি এই সাইন গুলোর কোন একটা কোন ব্যাক্তির মধ্য অনুপুস্থিথ থাকে তাহলে সেই ব্যাক্তিকে কখনোই বুদ্ধিমান বলা যাবে না।
বিজ্ঞানীরা গবেষণা করে পাঁচটি লক্ষন পেয়েছে।আর এই লক্ষন গুলো যদি কারও মধ্য পাওয়া যায় তাহলে আমরা সেই ব্যাক্তিকে বুদ্ধিমান বলতে পারব।তাহলে চলুন জেনে নিই সেই পাঁচটি সাইন (লক্ষন) সম্পর্কে যেগুলো একজন বুদ্ধিমান ব্যাক্তির মাঝে থাকে।
আপনি বুদ্ধিমান কিনা সেটা জানতে পারবেন নিচের পাঁচটি লক্ষনের মাধ্যমে-
(১) আপনি যদি খুব কম সময়ের মধ্য কোন কিছু শিখে ফেলতে পারেন তাহলে আপনি অবশ্যই একজন বুদ্ধিমান ব্যাক্তি।আপনি কম সময়ে শিখতে পারছেন তারমানে ধরে নেওয়া যায় যে আপনার সৃতি শক্তি অন্যদের চাইতে অনেক শক্তিশালী এবং আপনি যেকোনো কিছু শেখার প্রতি অনেক বেশী মনযোগী।আর বুদ্ধিমান ব্যাক্তিদের সৃতি শক্তি ভালো হবে এবং তাঁরা যখন কিছু শিখতে এবং কোন কাজ করা শুরু করে তাঁরা তখন সেটা অনেক বেশী মনোযোগ দিয়ে করে।
(২) একজন বুদ্ধিমান ব্যাক্তি সব সময় তার বর্তমান নিয়ে চিন্তা করেন।তাঁরা কখনো সফল হওয়ার জন্য সফলতার পিছনে দৌড়ায় না।আর আপনি যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একজন বুদ্ধিমান ব্যাক্তি এমনটাই দাবী করছেন বিজ্ঞানীরা।
(৩) আপনি কি খুব ভালোভাবে কারও সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার ক্ষেত্রে সহানুভূতি দেখান?যদি আমার এই প্রশ্ন দুইটির উত্তর হাঁ হয় তাহলে অবশ্যই আপনি নিজেকে একজন বুদ্ধিমান ব্যাক্তি হিসাবে দাবী করতে পারেন।কারন বুদ্ধিমানরা অন্য কারও সাথে যোগাযোগ করার ব্যাপারে অনেক বেশী দক্ষ হয়ে থাকে এবং যোগাযোগ করা সময়ে তাঁদের মধ্য সহানুভূতি এবং সমবেদনা কাজ করে।আর এই গুনের কারনে তাঁরা যেকোনো সমস্যার সমাধান করতে অন্যদের চাইতে বেশী দক্ষ হন।
(৪) বিজ্ঞানীদের মতে একজন বুদ্ধিমান মানুষ অবশ্যই সব বিষয়ে কৌতূহলী হয়ে থাকে।তাঁরা কোথায় কি ঘটছে এবং কেন ঘটছে এসব ব্যাপারে সব সময় খোঁজ খবর রাখেন।আর তাঁরা সব বিষয়ে জানতে আগ্রহী বলেই এমন আচারন করে থাকে।আপনি এবং আপনার আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে তাহলে বুঝে নিবেন আপনি অথবা উক্ত ব্যাক্তি বুদ্ধিমান মানুষ।
(৫) বুদ্ধিমান ব্যাক্তিরা যেকোনো বিষয়ে তাঁদের সিদ্ধান্ত জানানোর জন্য পর্যাপ্ত সময় নিয়ে থাকে এবং তাঁরা কখনো আবেগপ্রবন হয় না।তাঁরা যেকোনো বিষয়ে তাঁদের সিদ্ধান্ত জানানোর আগে সেই ব্যাপারে ভালোভাবে চিন্তা-ভাবনা করে এবং বিচার-বিশ্লেষণ করেই তাঁদের সিদ্ধান্ত জানান।আপনার মধ্য যদি এমন গুন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একজন বুদ্ধিমান ব্যাক্তি।আবার আপনার আশেপাশে যদি আপনার মত কেউ থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেই ব্যাক্তিটিও একজন বুদ্ধিমান ব্যাক্তি।