বর্তমানে চাকরির বাজারে এত এত প্রতিযোগিতা যে আপনি যদি নিজেকে চাকরির ধরন, চাকরির পরীক্ষা এবং চাকরির ইন্টারভিউয়ের জন্য আগে থেকেই প্রস্তুত না করেন তাহলে এই প্রতিযোগিতার বাজারে চাকরি পাওয়াই আপনার জন্য অনেক মুশকিল হয়ে যাবে।
এর জন্য আপনি কোন ধরনের চাকরি করতে চান সেই অনুসারে চাকরির প্রয়োজনীয় পড়াশোনা শুরু করতে হবে এবং নিজেকে চাকরি সংক্রান্ত পরীক্ষা এবং ইন্টারভিউ এর জন্য প্রস্তুত করতে হবে।
তবে আমার আজকের এই লেখা চাকরির পড়াশোনা অথবা চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি সম্পর্কে নয়।আজকের এই লেখায় আমি আপনাদের সাথে এমন ১০ টি চাকরির পেশা সম্পর্কে আলোচনা করব যেগুলোর প্রচুর চাহিদা আছে ইন্ডিয়াতে।বর্তমানে এই এই চাকরির পদের জন্য প্রচুর সার্কুলার হলেও যোগ্য কাউকে না পাওয়ার কারনে শুন্য পদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
সুতরাং, আপনি যদি আগে থেকেই জানেন যে ইন্ডিয়াতে বর্তমানে কোন ধরনের চাকরি গুলোতে বেশী বেশী নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে আপনি নিজেকে সেই ভাবে প্রস্তুত করে এই প্রতিযোগিতার বাজারে খুব সহজেই একটি চাকরি পেয়ে যেতে পারেন।তাহলে চলুন আলোচনার মাধ্যমে সেই পেশা গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইন্ডিয়াতে যে ০৯ টি সেক্টরে বেশী চাকরি পাওয়া যায়
বর্তমানে সমগ্র ইন্ডিয়াতে সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে যে পদ গুলোর জন্য চাকরির অফার করা হয়ে থাকে সেই চাকরির পদের নাম গুলো হল-
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার
- ডেটা সায়েন্টিস্ট
- স্বাস্থ্যসেবা
- আর্থিক বিশ্লেষক
- শিক্ষক
- ব্যবসায়িক বিশ্লেষক
- মার্কেটিং ম্যানেজার
- বিক্রয় প্রতিনিধি এবং
- প্রজেক্ট ম্যানেজার
(১) সফটওয়্যার ইঞ্জিনিয়ার
বর্তমান সময় হল তথ্য প্রযুক্তির যুগ।বর্তমানে প্রায় সকল প্রতিষ্ঠানেই কর্মচারীদের হাজিরা থেকে শুরু করে প্রায় সকল ধরনের কাজে কোন না কোন সফটওয়্যারের সাহায্য নেওয়া হচ্ছে।একই সাথে ইন্ডিয়া তাঁদের তৈরি করা সফটওয়্যার গুলো বিদেশে রপ্তানি করা শুরু করছে।ফলে এই প্রতিষ্ঠান গুলোতে সফটওয়্যার পরিচালনা করা এবং নতুন নতুন সফটওয়্যার তৈরি করার জন্য প্রতিনিয়ত নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হচ্ছে।এখন আপনি যদি নিজেকে দক্ষ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি করেন তাহলে খুব সহজেই একটি চাকরি পেয়ে যেতে পারেন।
(২) ডেটা সায়েন্টিস্ট
যারা ডেটা সায়েন্টিস্ট তাঁরা প্রচুর পরিমানে নির্দিষ্ট বিষয় ভিত্তিক ডেটা সংগ্রহ করে সেই ডেটা গুলো বিশ্লেষণ করে থাকে।আর তাঁদের এই বিশ্লেষণকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাঁদের ব্যবসায়িক এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেয়।এখন এই প্রতিযোগিতার বাজারে আপনি যদি নিজেকে একজন দক্ষ ডেটা সায়েন্টিস্ট হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন আপনি অন্যদের চাইতে অনেক সহজেই চাকরি পেয়ে গেছেন।
(৩) স্বাস্থ্যসেবা
আপনি যদি নিজেকে একজন স্বাস্থ্যকর্মী হিসাবে গড়ে তুলেন তাহলে দেখবেন খুব সহজেই চাকরি পেয়ে গেছেন।কারন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কাজ সকেলেই করেতও চান না আবার করতে পারেনও না।আপনি যদি একজন সাহসী ব্যাক্তি হয়ে থেকেন তাহলে আপনার জন্য স্বাস্থ্যসেবা প্রফেশনালের কাজ খুবই উপযুক্ত হবে।
(৪) আর্থিক বিশ্লেষক
বর্তমানে বিভিন্ন আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোতে আর্থিক বিশ্লেষক পদের জন্য নিয়োগ দেওয়ার পরিমাণ বেড়েছে।আপনি যদি নিজেকে একজন দক্ষ আর্থিক বিশ্লেষনকারী হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন এই প্রতিষ্ঠান গুলোতে আপনি খুব সহজে চাকরি পেয়ে যাচ্ছেন।একজন আর্থিক বিশ্লেষনকারীর দেওয়া সিদ্ধান্তের উপরে নির্ভর করেই সেই প্রতিষ্ঠান গুলো তাঁদের আর্থিক ব্যাপারে ঝুঁকি নিয়ে থাকে বলে আপনাকে অবশ্যই এই কাজে অনেক বেশী দক্ষ হতে হবে।
(৫) শিক্ষক
বর্তমানে ইন্ডিয়াতে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ব্যপক হাড়ে বেড়েছে এবং প্রতিনিয়ত আরও নতুন নতুন স্কুল তৈরি করা হচ্ছে।এখন আপনি যদি নিজেকে একজন শিক্ষক হিসাবে দেখতে চান তাহলে এই কিন্ডারগার্টেন স্কুল গুলোতে শিক্ষকতা শুরু করতে পারেন।এছারা বিভিন্ন সরকারী স্কুল কলেজ গুলোতেও শিক্ষক হিসাবে যোগদান করার ভালো সুযোগ আছে আপনি সেখানেও নিজের শিক্ষকতা ক্যারিয়ার শুরু করতে পারেন।
আপনি যদি শিক্ষক হতে চান তাহল শিক্ষকতা করতে গেলে যে যোগ্যতা গুলোর প্রয়োজন হয় সেগুলোর চর্চা আজকে থেকেই শুরু করতে পারেন।
(৬) ব্যবসায়িক বিশ্লেষক
ব্যবসায়িক বিশ্লেষনকারীরা তাঁদের বিশ্লেষণ দ্বারা কোন প্রতিষ্ঠানের ব্যবসায়িক উন্নতি করতে সাহায্য করে থাকে।এখন আপনি যদি কোন প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিশ্লেষনকারী হিসাবে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে তৈরি করতে হবে এবং ব্যবসা রিলেটেড বড় বড় সমস্যা সমাধান করার বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে হবে।
(৭) মার্কেটিং ম্যানেজার
বর্তমানে সকল প্রতিষ্ঠান তাঁদের সেবা অথবা পণ্যর প্রচার,প্রসার এবং বিক্রি বাড়ানোর জন্য তাঁদের দক্ষ কর্মী দ্বারা মার্কেটিং করে থাকে।আর এই দক্ষ কর্মী চালনা করতে গেলেই প্রয়োজন পরে মার্কেটিং ম্যানেজারের।মার্কেটিং মানেজাররা তাঁদের দক্ষতার মাধ্যমে টার্গেট মার্কেটিং করে এবং বিজ্ঞাপন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে।এখন আপনি যদি এই ব্যাপার গুলোতে নিজেকে দক্ষ করে তুলতে পারেন তাহলে দেখবেন খুজ সহজেই আপনি অন্যদের চাইতে এই সেক্টরে চাকরি পেয়ে গেছেন।
এছারাও বর্তমান সময় হল তথ্য-প্রযুক্তির সময়।আপনি যদি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে দক্ষ করতে পারেন তাহলেও দেখবেন আপনার জন্য চাকরি পাওয়া অনেক সহজ হয়ে গেছে।
(৮) বিক্রয় প্রতিনিধি
আপনি যদি খুব সহজেই অন্যদের সাথে ভাব জমাতে পারেন তাহলে বিক্রয় প্রতিনিধির চাকরি আপনার জন্য খুবই উপযুক্ত একটি পেশা হতে পারে।কারন প্রোডাক্ট বিক্রি করতে গেলে অবশ্যই আপনাকে গ্রাহকদের সাথে ভালোভাবে কথা বলে তাঁদের মন জয় করতে হবে।
(৯) প্রজেক্ট ম্যানেজার
আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই যেকোনো প্রজেক্ট এবং পরিকল্পনা বাস্তবায়ন করার মত বিষয়ে দক্ষ হতে হবে।কারন এখানে আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশে কাজ করে এবং কাজ করিয়ে নিতে হবে যেকোনো প্রজেক্ট সম্পন্ন করার জন্য।আপনি যদি নিজেকে এই সকল বিষয়ে ভালো দক্ষ করে তুলতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি যেকোনো প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসাবে চাকরি পেয়ে গেছেন।
আমার শেষ কথা
আমি উপরে আপনাদের সাথে যে নয়টি পেশার ব্যাপারে আলোচনা করলাম বর্তমানে এই পেশা গুলোর জন্য ইন্ডিয়াতে অনেক বেশী চাকরির পদ রয়েছে।কিন্তু সেই অনুসারে দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না প্রতিষ্ঠান গুলো।এখন আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে উপরের পেশা গুলো হতে যেটা আপনার জন্য উপযুক্ত সেই অনুসারে নিজেকে দক্ষ করে তুলতে পারলে আপনার জন্য ইন্ডিয়াতে চাকরি পাওয়া অনেক সহজ হবে বলেই আমি আশা করি।