সর্বশেষ সংবাদ

ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে?

বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় সকল ব্যাংকই তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ড প্রদান করে থাকে।তবে সকল ব্যাংকই ক্রেডিট কার্ড প্রদানের জন্য অবশ্যই তাঁদের গ্রাহকদেরকে নির্দিষ্ট কিছু শর্ত প্রদান করে থাকে।যখন কোন গ্রাহক তাঁদের দেওয়া শর্ত গুলো শতভাগ পূরণ করে তখন তাঁরা তাঁদের সেই গ্রাহককে ক্রেডিট কার্ড প্রদান করে থাকে।

আজকের এই আর্টিকেলে আমরা বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার জন্য একজন গ্রাহককে কি কি শর্ত পূরণ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানব।

ক্রেডিট কার্ড পাওয়ার শর্ত পূরণ করার আগে আমাদেরকে জানতে হবে ক্রেডিট কার্ড এবং এবং ডেবিট কার্ড কি? এবং ক্রেডিট -ডেবিট কার্ডের প্রধান পার্থক্য কি?

ক্রেডিট কার্ড কি?

ক্রেডিট কার্ড মূলত ব্যাংক গুলো তাঁদের গ্রাহকদের কে একটি নির্দিষ্ট পরিমান অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে ইস্যু করে এবং গ্রাহকদেরকে নির্দিষ্ট সময়ে (হতে পারে মাসের নির্দিষ্ট একটি তারিখে) লাভ সহ পরিশোধ করে দিতে হয়।অর্থাৎ, আমরা ক্রেডিট কার্ডকে আমাদের ইলেকট্রনিক মানি (টাকা) বলতে পারি।আপনি এই কার্ডের সাহায্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও একটা নির্দিষ্ট পরিমান পর্যন্ত টাকা ব্যবহার করতে পারবেন।

ডেবিট কার্ড কি?

ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্য তেমন কোন পার্থক্য নেই বললেই চলে।তবে ডেবিট কার্ড দিয়ে আর্থিক লেনদেন করার জন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমান টাকা জমা থাকতে হবে।এবং ডেবিট কার্ড দিয়ে আর্থিক লেনদেন করলে আপনার ব্যাংককে কোন লাভ প্রদান করতে হবে না।

ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার শর্ত গুলো কি কি?

ডাচ বাংলা ব্যাংকের কোন গ্রাহক যদি তাঁদের ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান তাহলে তাকে নিচের তথ্য গুলো প্রদান সাপেক্ষে ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড প্রদান করে থাকে।

  • ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি প্রদান করতে হবে।
  • আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার টিআইএন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।
  • আপনার ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি এবং আপনার যদি পাসপোর্ট থাকে সেটার একটি ফটোকপি জমা দিতে হবে।
  • আপনি যে এলাকায় বসবাস করেন সেটার প্রমান পত্র জমা দিতে হবে।
  • ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনার অবশ্যই সচল একটি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ক্রেডিট কার্ডের আবেদন করার সময়ে সেই ব্যাংক অ্যাকাউন্টের বিগত ছয় মাসের লেনদেনের বিবরন জমা দিতে হবে।
  • আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে সেই প্রতিষ্ঠানের বেতন স্লিপ জমা দিতে হবে।
  • এছারাও আপনার ভিসিটিং কার্ড (যদি থাকে) জমা দিতে হবে এবং সাথে অন্যান্য ক্রেডিট বিল (যদি থাকে) সেগুলো জমা দিতে হবে।

ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড গুলোর নাম কি কি?

গ্রাহকের ধরন অনুসারে বর্তমানে ডাচ বাংলা ব্যাংক ১০ (দশ) ধরনের ক্রেডিট কার্ড তাঁদের গ্রাহকদের মাঝে বিতরন করছে।ডাচ বাংলা ব্যাংক বর্তমানে যে ক্রেডিট কার্ড গুলো বিতরন করছে সেগুলো হলঃ

  • মাস্টার টাইটানিয়াম কার্ড
  • ভিসা প্লাটিনাম কার্ড
  • ভিসা ক্লাসিক লোকাল ক্রেডিট কার্ড
  • ভিসা গোল্ড লোকাল ক্রেডিট কার্ড
  • ভিসা ক্লাসিক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড
  • ভিসা গোল্ড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড
  • মাস্টারকার্ড গোল্ড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড
  • মাস্টারকার্ড ক্লাসিক লোকাল ক্রেডিট কার্ড
  • মাস্টারকার্ড গোল্ড লোকাল ক্রেডিট কার্ড
  • মাস্টারকার্ড ক্লাসিক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড

উপরের এই দশ ধরনের ক্রেডিট কার্ড থেকে ডাচ বাংলা ব্যাংক তাঁদের আবেদনকারী গ্রাহকদের ব্যাংক লেনদেনের বিবরন দেখে সেই অনুযায়ী ক্রেডিট কার্ড ইস্যু করে।

ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা গুলো কি কি?

অন্যান্য ব্যাংকের চাইতে ডাচ বাংলা ব্যাংক তাঁদের গ্রাহকদের একটু বেশিই সুবিধা প্রদান করে থাকে।আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নেন তাহলে নিচের সুবিধা গুলো পাবেন।

  • ডাচ বাংলা ব্যাংক আপনাকে সব চাইতে সুরক্ষিত ইএমবি ক্রেডিট কার্ড প্রদান করবে।
  • অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের চাইতে ডাচ বাংলা ব্যাংক আপনার থেকে সর্বনিম্ন সুদ নিবে এবং ৫০ দিন পর্যন্ত সুদ মুক্ত পরিশোধের সুযোগ পাবেন।
  • ডাচ বাংলা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যখন ইচ্ছা তখন ফ্রিতে তাঁদের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন এবং চাইলে ফ্রিতে অন্য কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
  • আপনার যদি কোন মাসে টাকা পরিশোধ করতে দেরি হয়ে যায় তাহলে আপনাকে কোন লেট ফি প্রদান করতে হবে না।
  • আপনাকে যে বছর ক্রেডিট কার্ড ইস্যু করা হবে সেই বছরের জন্য আপনাকে কার্ডের জন্য কোন ধরনের ফি প্রদান করতে হবেনা এবং এই এক বছর আপনি বিশেষ অফারের আওতায় থাকবেন।
  • একটি কিনলে একটি ফ্রি অফার প্রদান করা হবে।
  • ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যতবার লেনদেন করবেন আপনাকে ততবার এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
  • আপনাকে ফ্লেক্সিবেল পেমেন্ট সুবিধা প্রদান করা হবে।
  • আর আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের একজন গোল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে রিওয়ার্ড প্রোগ্রাম সুবিধা প্রদান করা হবে।

শেষ কথা

বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।আপনার যদি একটি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করে দেশে এবং বিদেশে শপিং করতে পারবেন।আমাদের মাঝে অনেকেই জানেন না যে কিভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে হয় এবং ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়।আমার আজকের লেখা মূলত তাঁদের জন্যই।

শেষ করার আগে, একটি বিশেষ সুবিধার কথা বলে শেষ করতে চাই।আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়া খুবই সহজ।কারণ বর্তমান সময়ে ডাচ বাংলা ব্যাংক চাকরিজীবীদেরই বেশি ক্রেডিট কার্ড প্রদান করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *