বিগত কয়েকমাস ধরে এসইও এবং ব্লগিং কমিউনিটি গুলোতে সব চাইতে বেশী আলোচনা করা হচ্ছে ওপেন এআই এর চ্যাট জিপিটি নিয়ে।কারও কাছে এই চ্যাট জিপিটি আশীর্বাদ আবার কারও কাছে এটা অভিশাপ মনে হচ্ছে।তা যার কাছে যা মনে হয় হোক সেটা আজকের এই লেখার জন্য আলোচনা করা গুরুত্বপূর্ণ না।কারন টেক দুনিয়াতে যদি আপনি টিকে থাকতে চান তাহলে অবশ্যই যখন যে টেকনোলজি আসবে তখন সেটা মেনে নিয়ে সেটার সাথে খাপ খাইয়ে চলতে হবে।
আর আমিও যেহেতু এই ব্লগিং নিয়ে বেশ দীর্ঘ সময় কাজ করছি সেহেতু আমাকেও নতুন এই টেকনোলজি মেনে নিতে হবে এটাই স্বাভাবিক।চ্যাট জিপিটি আসার আগে আমি বেশ কিছু এআই টুলস ব্যবহার করেছিলাম তবে সেগুলোর আগা মাথা কিছু বুঝতে পারিনি।অবশেষে ওপেন এআই টুলসটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে আমার নিজের মাস্টার কার্ড ব্যবহার করে ওপেন এআইয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তাঁদের এক মাসের ফ্রি সুবিধা ব্যবহার করা শুরু করি।তখন আউটপুট গুলো ভালো লাগে এবং সেই সময়েই তাঁদের চ্যাটবট চ্যাট জিপিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।যথারীতি আমি এখানেও অ্যাকাউন্ট তৈরি করে নিই।
এবং ওপেনএআই এর সার্ভিস ব্যবহার করার সময়ে ইউটিউবে ওপেন এআই সম্পর্কিত বেশী কিছু ভিডিও দেখা শেষ করি এবং সেভাবেই কাজ করতে থাকি।চ্যাট জিপিটি ব্যবহার করা সময়ে আমার মনে হল যে দেখি চ্যাট জিপিটি দিয়ে ইমেইল কভার লেটার লেখা,মার্কেট রিসার্চ করা,কমেন্ট তৈরি করে নেওয়া,কন্টেন্ট আউট লাইন তৈরি এবং সেই আউটলাইন অনুসারে কন্টেন্ট লেখা এবং ছোট ছোট কাজের জন্য কোড লেখার মত কাজ গুলা এই চ্যাটবট করতে পারে কি না।আমি একের পর এক এই বিষয় গুলো সম্পর্কে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে যা আউটপুট পেলাম সেটা রীতিমত আমাকে অবাক করে দিল।
এরপর থেকেই আমি চ্যাট জিপিটি ব্যবহার করে ইমেইল কভার লেটার লেখা,মার্কেট রিসার্চ করা,কমেন্ট তৈরি করে নেওয়া,কন্টেন্ট আউট লাইন তৈরি এবং সেই আউটলাইন অনুসারে কন্টেন্ট লেখা এবং ছোট ছোট কাজের জন্য কোড লেখার কাজ গুলো করে নিচ্ছি।আজকে হঠাৎ করে মনে হল অনেকেই হয়তবা অনেক চেষ্টা করেও চ্যাট জিপিটি ব্যবহার করে সঠিক আউটপুট বের করতে পারছে না অথবা হয়ত জানেই না যে এই চ্যাটবট ব্যবহার করে এই কাজ গুলো করা যায়।
তাই মনে হল যে আজকে এই চ্যাট জিপিটিকে নিয়েই একটা ব্লগ পোস্ট লেখা যাক।আমি আজকে এই আর্টিকেলে সেই বিষয় গুলো সম্পর্কে আলোচনা করব যেই কাজ গুলো আমি চ্যাট জিপিটিকে দিয়ে করিয় নিচ্ছি।তাহলে চলুন শুরু করা যাক।
আমি চ্যাট জিপিটি ব্যবহার করে যে কাজ গুলো করি সেগুলো হল-
(১) ইমেইল কভার লেটার লেখা
(২) মার্কেট রিসার্চ করা
(৩) কমেন্ট তৈরি করে নেওয়া
(৪) কন্টেন্ট আউট লাইন তৈরি এবং আউটলাইন অনুসারে আর্টিকেল লেখা
(৫) ছোট ছোট কোড লিখে নেওয়া
আমি যে ৫ টি কাজ ওপেন এআই ব্যবহার করে করছি সেই কাজ গুলো সম্পর্কে এখানে বললাম।এখন আমরা সরাসরি চ্যাট জিপিটি ব্যবহার করে এই কাজ গুলো তাকে করতে বলব দেখি আমাদের সে কেমন আউটপুট দেয় সেটা দেখব।এছারা আমি প্রতিটা কাজ করে নেওয়ার জন্য তাকে যেভাবে অর্ডার করেছিলাম সেটাও এখানে দিব যাতে করে আপনিও সরাসরি চ্যাট জিপিটিকে জিগাস করে আমার পাওয়া আউটপুটের সত্যতা যাচায় করে নিতে পারেন।
(১) ইমেইল কভার লেটার লেখা
আমরা যারা ব্লগিং করি তাঁদের প্রায়ই বিভিন্ন বিষয়ের মেইল লিখতে হয়।বিশেষ করে আমরা যখন কোন ওয়েবসাইটের মালিকের কাছে থেকে লিংক পাওয়ার জন্য গেস্ট পোস্ট করতে চাই তখন আমাদের খুব প্রফেশনাল মানের একটা মেইল লিখতে হয়।আমরা এখন দেখব যে চ্যাট জিপিটিকে বললে সে আমাদের এই বিষয়ে কোন ইমেইল লিখে দিতে পারে কিনা।

উপরের এই ইমেইল লিখে নিতে আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লিখেছে।এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে চ্যাট জিপিটি আমাকে যে মেইল লিখে দিয়েছে সেটা খুবই প্রফেশনাল মানের।
আমি এই মেইল লিখে নেওয়ার জন্য যা লিখে চ্যাট জিপিটিকে অর্ডার করেছিলাম সেটা হল-
I am a website owner. I want to publish a guest post on another website and write a mail to the owner of that website. Please write me an email.
(২) মার্কেট রিসার্চ করা
আমি যেহেতু নিশ ব্লগ নিয়ে কাজ করি সেহেতু আমাকে প্রায়ই বিভিন্ন দেশের মার্কেট সম্পর্কে একটু রি-সার্চ করতেই হয়।এটা আগে করতে আমার অনেক বেশী সময় লাগত কিন্তু বর্তমানে মাত্র কয়েক সেকেন্ডেই করে ফেলতে পারি।এর জন্য আমি চ্যাট জিপিটিকে অর্ডার করি যে – Which Type Bike are Popular In USA? এবং সে আমাকে কি উত্তর দিল সেটা নিচের ছবিতে দেখে নিন।

এখানে আমি চ্যাট জিপিটির কাছে জানতে চেয়েছিলাম আমেরিকায় কোন ধরনের সাইকেল গুলো জনপ্রিয়।সে এখানে আমাকে কিছু বাইসাইকেলের নাম বলে দিয়েছে।এবং কেন জনপ্রিয় সেই সম্পর্কেও কিছু তথ্য দিয়ে দিয়েছে।এখন যদি আমি এই সাইকেল গুলো নিয়ে একটা ব্লগ চালু করি এবং ভালো মানের আর্টিকেল পাবলিশ করতে পারি তাহলে বলা যায় খুব সহজেই আমার ব্লগটি সফলতার মুখ দেখবে।
(৩) কমেন্ট তৈরি করে নেওয়া
অনেক সময় আমি সোশ্যাল মিডিয়া গুলোতে যাদের অনুসরণ করি তাঁরা এত বড় বড় পোস্ট লিখে যে পুরোটা পড়ার সময় হয়ে উঠে না।আমি কিছু তাঁদের সাথে যুক্ত থাকার জন্য আমাকে তাঁদের পোস্টে মন্তব্য করতেই হবে।তখন আমি একটু চালাকি করে তাঁদের সোশ্যাল মিডিয়াতে করা পোস্টটি কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে বলি তুমি এই লেখাটি পর এবং পোস্টটি সম্পর্কে তোমার মতামত জানাও।তখন চ্যাট জিপিটি তার মতামত জানালে আমিষ এটা কপি করে নিয়ে যেয়ে তাঁদের পোস্টে মন্তব্য করি।আসলেও একটু চালাক না হলে দুনিয়াতে চলা যায় না 😛
(৪) কন্টেন্ট আউট লাইন তৈরি এবং আউটলাইন অনুসারে আর্টিকেল লেখা
এখন আমি আপনাদের দেখাব কিভাবে চ্যাট জিপিটিকে ব্যবহার করে তার কাছে থেকে আপনি আপনার কন্টেন্টর জন্য একটা আউটলাইন তৈরি করে নিতে পারেন।মনে করেন আপনি একটা আর্টিকেল লিখবেন যেটার মেইন কী-ওয়ার্ড হল How To Earn Money Using Chat GPT?তাহলে চ্যাট জিপিটিকে বলতে হবে Create a Content Outline for How To Earn Money Using Chat GPT?তাহলে নিচের মত অউতপুট পাওয়া যাবে (নিচের ছবিটি দেখুন)।

এখন আপনি চাইলেই এই কন্টেন্ট আউটলাইনের মাধ্যমেই চ্যাট জিপিটিকে দিয়েই একটা ১০০% ইউনিক আর্টিকেল লিখে নিতে পারবেন।
(৫) ছোট ছোট কোড লিখে নেওয়া
আমরা যারা ওয়েবসাইট এবং ব্লগিং নিয়ে কাজ করি আমাদের প্রায়ই ছোট ছোট কোড লিখতে হয়।আমি বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করেই আপনার প্রয়োজনীয় ছোট ছোট কোড গুলো লিখে নিচ্ছি।যেমনঃ আমি এখন যদি এই পোস্টের এখানে কোন বাটন অ্যাড করতে চাই তাহলে সেটা হয় আমাকে কোন প্লাগইন্সের মাধ্যমে করতে হবে আর না হয় নিজে কোড লিখে করতে হবে।আমি এখন চ্যাট জিপিটিকে একটা বাটন তৈরি করতে বলব দেখি সে আমাকে কি আউটপুট দেয়।

উপরের ছবিতে আমাকে যে আউটপুট দিয়েছে সেটা পাওয়ার জন্য আমি চ্যাট জিপিটিকে অর্ডার করেছিলাম এভাবে- write code for Save Button with Inline CSS for WordPress post area.
উপরের ছবিতে খেয়াল করলে দেখবেন চ্যাট জিপিটি আমাকে প্রথমে কোড লিখে দিয়েছে এবং সেই কোড কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলেও দিয়েছে।
আমার শেষ কথা
সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখি যারা চ্যাট জিপিটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ফানি পোস্ট দিচ্ছে।কিন্তু তাঁরা বুঝতে পারছে না কিভাবে তাঁরা প্রযুক্তির একটা বিস্ময়কর আবিস্কারকে হাসি-তামাশার মাধ্যমে নিজেদের সুযোগ কাজে না লাগিয়ে ব্যবহার করছে।তাঁদের মধ্য যদি কেউ আজকের এই লেখা দেখে তাহলে অবশ্যই তাঁরা বুঝতে পারবে যে এই চ্যাট জিপিটিকে ব্যবহার করে কথ কঠিন কঠিন কাজ কে মুহূর্তেই করা যায়।