স্মার্টফোন ব্যবহারে যে পাঁচটি ভুল আমরা করে থাকি(সাবধান হতে হবে এখনি)

আমি আমার আগের অনেক লেখাতেই বলেছি যে বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের নিত্য দিনের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে।আমাদের সবারই স্মার্টফোন ছাড়া বর্তমানে এক মুহূর্তও চলেনা।কিন্তু আমাদের মাঝে আপনি এমন অনেকেই খুঁজে পাবেন যারা তাঁদের স্মার্টফোনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না।ফলে দেখা যায় তাঁদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের সমস্যা সবসময় লেগেই থাকে।

আমি আপনাদের সাথে আজকে স্মার্টফোনের পাঁচটি ভুল ব্যবহার সম্পর্কে আলোচনা করব এবং আপনি যদি এই ভুল গুলো করে থাকেন তাহলে আপনার উচিত হবে আজকে থেকে এই ভুল গুলো এড়িয়ে চলা।তাহলে চলুন আজকের লেখার মূল আলোচনা শুরু করা যাক।

স্মার্টফোন ব্যবহারকারীরা সচরাচর যে ভুল গুলো করে থাকে সেগুলো হল-

(১) অন্য কোন ফোনের চার্জার ব্যবহার করা

(২) ফোনের অ্যাপস এবং অপারেটিং সিস্টেম আপডেট না করা

(৩) অপ্রয়োজনে ফোনের ব্লুটুথ চালু করে রাখা

(৪) (৪) ফোনে থাকা ফাইলের ব্যাকআপ না রাখা এবং

(৫) সারারাত ধরে ফোন চার্জে দিয়ে রাখা

আমি এখানে যে পাঁচটি ভুলের কথা বললাম এই ভুল গুলোই বেশীরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরা করে থাকেন।আমি এখন আপনাদের সাথে উপরের পাঁচটি বিষয়ে বিস্তারত আলোচনা করব।আপনি এই আর্টিকেল শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়া শেষ করলে আপনার স্মার্টফোনকে খুব সহজেই ভালো রাখতে পারবেন বলেই আমি বিশ্বাস করি।

(১) অন্য কোন ফোনের চার্জার ব্যবহার করা

আমাদের স্মার্টফোন গুলোর পারফরম্যান্স তার ব্যাটারির উপরে নির্ভর করে।আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা কিনা হাতের কাছে ফোনের চার্জার পেলেই তাঁদের ফোন চার্জে লাগিয়ে দিয়ে বসে থাকে।কিন্তু আপনি জানেন কি সকল স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান তাঁদের স্মার্টফোন গুলোতে তাঁরা ফোন বাজারজাত করার সময়ে যে চার্জার সরবরাহ করে সেই চার্জার ব্যবহার করে চার্জ করতে বলে।কারন ফোনের নিজস্ব চার্জার দিয়ে চার্জ দিলে সেই ফোনের ব্যাটারি লাইফ ভালো হয়।

আপনি যখন অন্য কোন ফোনের চার্জার দিয়ে আপনার ফোন চার্জ করেন তখন আপনার স্মার্টফোনের ব্যাটারি দুর্বল হয়ে যায়।আর এই ব্যাটারি দুর্বল হয়ে যাবার কারনে আপনার ফোনের পারফরম্যান্স কমা শুরু করে দেয়।

সুতরাং,আপনার ফোনের পারফরম্যান্স যদি ঠিক রাখতে চান তাহলে এখন থেকে আপনার ফোনটি আপনার ফোনের সাথে পাওয়া চার্জার ব্যাতিত অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করা ছেড়ে দিন।

(২) ফোনের অ্যাপস এবং অপারেটিং সিস্টেম আপডেট না করা

আপনি কি আপনার ফোনে যে অ্যাপস গুলো ব্যবহার করেন সেই অ্যাপস গুলো নিয়মিত আপডেট করেন?নাকি করেন না?এবং আপনার ফোনের অপারেটিং সিস্টেমের কোন আপডেট আসলে সেটা আপডেট করে নেন?নাকি নেন না?

আমার উপরের দুইটি প্রশ্নের উত্তরই যদি না হয় তাহলে আপনার স্মার্টফোনটি বিপদজনক অবস্থানে আছে বলা যেতে পারে।আমাদের মাঝে অনেকেই আছেন তাঁরা মনে করেন যে তাঁরা তাঁদের স্মার্টফোনের অ্যাপস এবং অপারেটিং সিস্টেম আপডেট করেন তাহলে তাঁদের ফোনের ব্যাটারির ক্ষতি হয়ে যাবে।আবার অনেকই মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফলে তাঁরা ডাটা (ইন্টারনেট) খরচ হয়ে যাবে বলে অ্যাপস অথবা অপারেটিং সিস্টেমের কোন আপডেট আসলে সেটা আপডেট না করেই ব্যবহার করতেই থাকেন।

কিন্তু আপনি জানেন কি নিয়মিত আপনার স্মার্টফোনের অ্যাপস অথবা অপারেটিং সিস্টেম আপডেট না করলে হ্যাকার আপনার ফোনের নিয়ন্ত্রন নিয়ে নিতে পারে।

যখন কোন ফোনে থাকা অ্যাপস অথবা অপারেটিং সিস্টেমের নতুন কোন আপডেট নিয়ে আসা হয় তখন সেইঅ্যাপস অথবা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের ফিচার উন্নত করা হয় এবং একই সাথে আগের ভার্শনে নিরাপত্তা জনিত কোন ত্রুটি থাকলে সেটা ফিক্স করে দেওয়া হয় যাতে করে স্মার্টফোন গুলো সুরক্ষিত থাকে।

সুতরাং, অ্যাপস অথবা অপারেটিং সিস্টেমের যেকোনো ধরনের আপডেট আসলে চেষ্টা করুন সাথে সাথে আপডেট করে নেওয়ার।

(৩) অপ্রয়োজনে ফোনের ব্লুটুথ চালু করে রাখা

আমারা ব্লুটুথের মাধ্যমে আমাদের হেডফোন কানেক্ট করে বিভিন্ন ধরনের অডিও শুনে থাকি অথবা ফোনে কথা বলি।আবার অনেক সময় আমাদের স্মার্টফোন থেকে অন্য কোন ফোনে ফাইল ট্রান্সফার করে থাকি।কিন্তু দেখা যায় বেশীরভাগ সময়ে আমাদের কাজ শেষ হয়ে গেলেও আমরা ব্লুটুথ কানেকশনটি বন্ধ করিনা।

ব্লুটুথ অপশন চালু থাকলে সেটা আমাদের ফোনের ব্যাটারির চার্জের উপরে প্রভাব ফেলে এবং সব সময় ব্লুটুথ চালু করা থাকলে আমাদের ডিভাইস তার আশেপাশে অন্য কোন ব্লুটুথ ডিভাইস আছে কিনা সেটা খুঁজতেই থাকে।আবার অন্য কেউ হয়তবা ব্লুটুথের মাধ্যমে আপনার অজান্তেই আপনার ফোনে কানেক্ট হয়ে আপনার মূল্যবান তথ্য এবং ফাইল হাতিয়ে নিতে পারে।

(৪) ফোনে থাকা ফাইলের ব্যাকআপ না রাখা

বর্তমানের প্রায় সকল অপারেটিং সিস্টেমের ফোনেই ফাইল ব্যাকআপ নেওয়ার সুবিধা চালু করা হয়েছে।আমাদের মাঝে অনেকেই আছে যারা কিনা এত ভালো একটা সুবিধা থাকা সত্ত্বেও ব্যবহার করেত চান না অথবা ব্যবহার করেন না।কিন্তু আপনার উচিত হবে একটা নির্দিষ্ট সময় পর পর আপনার ফোনে থাকা ছবি,ভিডিও এবং দরকারী তথ্য গুলোর ব্যাকআপ নিয়ে নেওয়া।

নিয়মিত ব্যাকআপ নিলে একদিকে যেমন আপনার ফোনের মেমোরি ফাঁকা হবার কারনে যেমন আপনার স্মার্টফোনের গতি বাড়বে আবার ছবি,ভিডিও এবং দরকারী তথ্য গুলোর ব্যাকআপ নিয়ে রাখার কারনে আপনার ফোনের কোন সমস্যা হলেও ব্যাকআপ থেকে সেগুলো পুনরায় রি-স্টোর করতে পারবেন।

(৫) সারারাত ধরে ফোন চার্জে দিয়ে রাখা

আপনি কি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে?যদি এই প্রশ্নের উত্তর হাঁ হয়ে তাহলে অবশ্যই আপনাকে এই অভ্যাস আজকে থেকেই ত্যাগ করতে হবে।কারন সারারাত ধরে ফোন চার্জে দিয়ে রাখলে আমাদের ফোনের ব্যাটারি গুলো দুর্বল হতে শুরু করে এবং একটা সময়ে যেয়ে সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়।সুতরাং, এখন থেকে কোনভাবেই আর সারারাত ধরে ফোন চার্জ করা যাবেনা।