উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী শনিবার ঘোষণা করেছে, সাড়ে ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘আবদালি অস্ত্র ব্যবস্থা (Abdali Weapon System বা AWS)’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্দুস’ নামের সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষা সামরিক বাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেমসহ অন্যান্য কারিগরি সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর শীর্ষ নেতারা এই সফল উৎক্ষেপণের জন্য সন্তোষ প্রকাশ করেছেন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব বাহিনীর প্রস্তুতির প্রতি ‘পূর্ণ আস্থা’ পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই পরীক্ষাকে ভারত ‘গুরুতর উসকানি’ হিসেবে দেখছে।

সাম্প্রতিক এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান স্পষ্টভাবে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি কৌশলগত প্রস্তুতির ইঙ্গিতও দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে এই ধরনের অস্ত্র পরীক্ষা ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক সমকাল