মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! যা জানা গেল

বেশ কয়েক দিন ধরে সারা দেশে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে চলতি মাসে ধেয়ে আসতে পারে এক থেকে দুটি ঘূর্ণিঝড়। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসে শিলা ও বজ্রবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

বুধবার (৩০ এপ্রিল) বিকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা এক মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। এসব ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর ফলে দেশের তাপমাত্রা বেড়ে যেতে পারে, বিশেষ করে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে। এ কারণে নদী অববাহিকায় বাসবাসরত মানুষের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে, তবে ভারি বৃষ্টিপাতের ফলে কিছু অঞ্চলে নদীর পানি স্তরের বৃদ্ধি হতে পারে।

তথ্য সূত্র: দৈনিক কালের কণ্ঠ