রক ব্যান্ড নগরবাউল মানেই জেমস। তার নাম শুনলেই ভক্তের উন্মাদনা বেড়ে যায়। গুরু হিসেবে খ্যাত জেমসের গান মানেই শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস। দেশ ছাড়াও বিদেশেও কনসার্ট মাতান তিনি। সৌদি সরকারের আমন্ত্রণে গেল বছর প্রথমবার দেশটিতে গান শোনাতে গিয়েছিলেন তিনি। এবারও সেখানে যাচ্ছেন জেমস। তার সঙ্গে সেখানে গান শোনাবেন দেশের আরও কয়েকজন সংগীতশিল্পী।
সৌদি আরবের রিয়াদে ৩০ এপ্রিল-৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘রিয়াদ সিজন’। গত সাত বছর ধরে সৌদি সরকার এই আয়োজনটি করছে। প্রতি সিজনে অনুষ্ঠানের নাম থাকে আলাদা। এবারের নাম ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।
এবারের আয়োজনে আরও অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা। প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এখানে। বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
সৌদি সফর নিয়ে জেমস গণমাধ্যমকে বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’
এবারের ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানের বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথমদিন (৩০ এপ্রিল) গাইবেন দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয়দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা।
উৎসবের তৃতীয়দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।
এই আয়োজনটি বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা জেমসসহ দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে সৌদি আরবে তাঁদের ঐতিহ্য উপভোগ করতে পারবেন।
তথ্যসূত্র: দৈনিক সমকাল