মহান মে দিবস উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “নির্বাচিত সরকার না থাকায় পুনরায় ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে।” তিনি দাবি করেছেন যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে দেশে এখন নির্বাচিত সরকার প্রয়োজন।
রুহুল কবির রিজভী আরও বলেন, “কোনো খোঁড়া অজুহাত না দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা।” তার মতে, এ পদক্ষেপই ফ্যাসিবাদী শক্তির প্রতিরোধের একমাত্র পথ।
বৃহস্পতিবার সকালে বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হলে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী তার বক্তব্যে বলেন, “২২৭ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন শেখ হাসিনা। সেখানে থেকে ভিডিও বার্তা দিচ্ছেন এবং মামলার বাদীদের ভয়-ভীতি দেখাচ্ছেন।” তিনি দাবি করেন যে, শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা প্রয়োজন, অন্যথায় দেশে ফ্যাসিবাদ আবার মাথাচড়া দিয়ে উঠতে পারে।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপির জাতীয় কমিটির সদস্য হাসান মামুন, সহ-বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দল সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদের সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালি বের হয়, যা নগরীর ফজলুল হক এভিনিউ থেকে চকবাজার হয়ে গির্জা মহল্লা হয়ে টাউন হলের সামনে এসে শেষ হয়।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ