বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের ব্যাক্তিগত গোপন তথ্য ফাঁস

বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প যে শার্ট ও টাই পরেন, তা বাংলাদেশে তৈরি—এই তথ্য শুনে হয়তো অনেকেই অবাক হবেন। শুধু তাই নয়, এসব পোশাকের গুণগত মানের প্রশংসাও করেছেন ট্রাম্প নিজেই।

২০১৭ সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ পায়। সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তার পরিহিত শার্ট ও টাই কোন দেশের তৈরি? উত্তরে তিনি বলেন, “আমি জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের।”

এসময় উপস্থাপকের সহকারী ট্রাম্পের শার্ট ও টাই পরীক্ষা করে দেখেন এবং জানান, এগুলোতে ‘Made in Bangladesh’ লেখা রয়েছে। তখন ট্রাম্প বলেন, “হতে পারে, তবে এটাই বিশ্বসেরা।”

ডোনাল্ড ট্রাম্প সাধারণত শার্ট, প্যান্ট, কোট ও টাই পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ঘরে সাধারণ পোশাক পরেন। তার কোট ও প্যান্ট আমেরিকার একজন বিশেষ দর্জি তৈরি করে দিলেও, শার্ট ও টাই যে ব্র্যান্ডের তিনি ব্যবহার করেন, সেই ব্র্যান্ড এগুলো বাংলাদেশ থেকে উৎপাদন করে। ফলে তার পোশাকের লেবেলে ‘Made in Bangladesh’ লেখা থাকে।

এই ঘটনা বাংলাদেশি পোশাকশিল্পের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের জনপ্রিয়তা ও মান যে শীর্ষস্থানে পৌঁছেছে, ট্রাম্পের পছন্দই তার প্রমাণ।

সূত্র: সিএনএন